১/বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি?
= চর্যাপদ।
২/চর্যাপদ কিসের সংকলন?
= গানের সংকলন।
৩/চর্যাপদের আবিষ্কারক কে?
= হরপ্রসাদ শাস্ত্রী।
৪/চর্যাপদে কবির সংখ্যা কত?
=২৩ জন মতান্তরে ২৪ জন।
৫/চর্যাপদে কয়টি পদ ছিলো?
= ৫১ টি।
৬/চর্যাপদে মোট কতটি পদ পাওয়া গেছে?
= সাড়ে ছেচল্লিশটি।
৭/চর্যাপদের পদগুলো কোন ভাষায় রচিত?
=সন্ধ্যা বা সান্ধ্য ভাষায় রচিত।
৮/চর্যাপদে কোন কবি সর্বাপেক্ষা বেশি পদ রচনা করেন?
=কাহ্নপা (১৩টি)
৯/চর্যাপদে কোন পদগুলো পাওয়া যায় নি?
=২৪,২৫ ও ৪৮ তম পদ।
১০/চর্যাপদে কোন কবি দ্বিতীয় সর্বোচ্চ পদ লেখেন?
=ভুসুকু পা (৮ টি)
১১/ কোথা থেকে কত সালে চর্যাপদ আবিষ্কার করা হয়?
=নেপালের রয়েল লাইব্রেরি থেকে ১৯০৭ সালে চর্যাপদ আবিষ্কার করা হয়।
১২/চর্যাপদের কবিদের মধ্যে কাকে সবচেয়ে প্রাচীন বলে মনে করা হয়?
=শরব পা কে।
১৩/চর্যাপদ কোন ছন্দে রচিত?
=মাত্রাবৃত্ত ছন্দে রচিত।
১৪/চর্যাপদের বিষয়বস্তু কী?
=বৌদ্ধ ধর্ম মতে সাধনভজনের তত্ত্ব প্রকাশ।
১৫/চর্যাপদের আবিষ্কারক হরপ্রসাদ শাস্ত্রী কোন উপাধি প্রাপ্ত হন?
=মহামহোপাধ্যায় উপাধি।
Comments
Post a Comment