কিয়ামত কখন হবে?

কিয়ামত বলতে বুঝায় আল্লাহ তায়ালা ব্যতীত আসমান-জমিনের যা কিছু আছে সকল কিছুর ধ্বংস হয়ে যাওয়া।কিয়ামত এমন একটি মহাপ্রলয়ের নাম যেদিন আল্লাহর হুকুমে সকল কিছু নিঃশেষ হয়ে যাবে।কিয়ামতের ভয়াবহতা বর্ণনা করতে গিয়ে আল্লাহ তায়ালা সূরা ইয়াসিনে ইরশাদ করেন- "তারা শুধু একটি ভয়াবহ শব্দের অপেক্ষা করছে, যা তাদেরকে আঘাত করবে তাদের বাকবিতণ্ডা কালে।তখন তারা ওসিয়ত করতেও সক্ষম হবে না এবং তাদের পরিবার পরিজনের কাছেও ফিরে যেতে পারবে না।যখন শিংগায় ফুঁক দেয়া হবে তখন তারা তাদের পালনকর্তার দিকে ছুটবে"।

কিয়ামতের দিনটি খুবই ভয়াবহ হবে।তবে এ কিয়ামত কবে হবে সেটা একমাত্র আল্লাহই ভালো জানেন।রাসূল (সঃ) কে একদা জিবরাঈল (আঃ) জিজ্ঞেস করলেন কিয়ামত কবে হবে? তখন রাসূল (সঃ) উত্তর দিলেন  “এ ব্যাপারে যাকে প্রশ্ন করা হয়েছে সে প্রশ্নকারী অপেক্ষা বেশি অবগত নয়।” 

কিয়ামত কবে হবে এ জ্ঞান শুধু আল্লাহ তায়ালার কাছেই আছে।তিনি ব্যতীত কেউ জানেনা কিয়ামত কবে হবে।তবে এ কিয়ামত সংঘটিত হওয়ার পূর্বে কিছু আলামত প্রকাশিত হবে।আর এ আলামতগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে।

১) আলামতে কোবরা।

২) আলামতে ছোগরা

*আলামতে কোবরার বর্ণনা: কিয়ামতের বড় আলামত হলো ১০ টি। যেমনঃ হযরত হুযাইফা ইবনে উসাইদ (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন একদা আমরা আলোচনা করছিলাম।তখন রাসূল (সঃ) আমাদের নিকট আগমন করে বললেন তোমরা কি নিয়ে আলোচনা করতেছিলে? তারা বললো : আমরা কিয়ামত নিয়ে আলোচনা করতেছিলাম।তখন রাসূল (সঃ) বললেন, যে পর্যন্ত না ১০ টি নিদর্শন প্রকাশ পাবে ততোদিন কিয়ামত সংঘটিত হবে না।আর সে নিদর্শনগুলো হলো-

১)পূর্ব দিক থেকে ধুয়া বের হওয়া।

২)দাজ্জালের আবির্ভাব।

৩)দাব্বাতুল আরদ এর আত্মপ্রকাশ।

৪)পশ্চিম দিক থেকে সূর্য উঠা।

৫)ঈসা (আঃ) এর আগমন।

৬)ইয়াজুজ মাজুজ এর আত্মপ্রকাশ।

৭)পূর্ব দিকে ভূমিধ্বস।

৮)পশ্চিম দিকে ভূমিধ্বস।

৯)আরব উপদ্বীপে ভূমিধ্বস।

১০)ইয়ামানের দিক থেকে আগুন বের হওয়া।

উপরের আলামতগুলো যখন প্রকাশিত হবে তখনই কিয়ামত সংঘটিত হবে।

*আলামতে ছোগরার বর্ণনা:রাসূল (সঃ) থেকে কেয়ামতের অনেক ছোট ছোট আলামত পাওয়া গেছে। তন্মধ্যে কয়েকটি নিম্নরূপ :

১)রাসূল (সঃ) এর আগমন ও ইন্তেকাল।

২)বাইতুল মাকদাসের বিজয়।

৩) ফিতনা-ফাসাদ বেড়ে যাওয়া।

৪)জেনা ব্যবিচার বেড়ে যাওয়া।

৫)গায়িকাদের সংখ্যা বৃদ্ধি পাওয়া।

৬)ভন্ড নবীদের প্রকাশ।

৭)সম্পদ বেড়ে যাওয়া।

৮)হত্যা বৃদ্ধি পাওয়া।

৯)ভূমিকম্প বৃদ্ধি পাওয়া।

১০)মদ্যপান বৃদ্ধি পাওয়া।

১১)ইলম উঠে যাওয়া এবং অজ্ঞতা বৃদ্ধি পাওয়া।

১২)লোকজন কর্তৃক মিথ্যা সাক্ষ্য দেয়া।

১৩)মদ ও হারাম খাওয়া বৃদ্ধি পাওয়া।

১৪)সময়ের ব্যবধান কমে আসা।

১৫)মহিলাদের সংখ্যা বৃদ্ধি পাওয়া, পুরুষের সংখ্যা কমে যাওয়া।

১৬)কথা বৃদ্ধি পাওয়া ,কাজ কমে যাওয়া।

১৭)কাফেরদের রীতি নীতির অনুসরণ করা।

১৮)ইস্তাম্বুল বিজয় হওয়া।

১৯)রোম ও মুসলমানদেন মাঝে যুদ্ধ হওয়া।

২০)কাবা শরীফ ধ্বংস হওয়া।

২১)মাহাদী (আঃ) এর আত্মপ্রকাশ।

উপরে উল্লেখিত ছোট বড় আলামতগুলো যখন দেখা দিবে তখনই বুঝতে হবে কিয়ামত সংঘটিত হওয়ার সময় খুবই নিকটবর্তী। আল্লাহ তায়ালা আমাদেরকে কেয়ামতের ভয়াবহতা থেকে রক্ষা করুক ( আমীন)

Comments