যারা সফলতার পিছে ছুটে এবং পরিশ্রম করে যায় তারাই একদিন সফল হয়। সফলতা অর্জন করতে হলে অবশ্যই অনেক কিছু ত্যাগ করতে হবে। আপনি যদি স্বপ্ন দেখেন, আপনি ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ার হবেন, বিমান চালক হবেন, শিক্ষক হবেন, প্রধানমন্ত্রী হবেন, রাষ্ট্রপতি হবেন কিংবা খেলোড়ার হবেন। আপনি যা ই হতে চাননা কেনো আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে কঠোর পরিশ্রম করতে হবে। আপনি স্বপ্ন দেখলেন আপনি ডাক্তার হবেন কিন্তু ডাক্তার হওয়ার জন্য যেসব পড়াশোনা করা দরকার আপনি তা করেননা তাহলে আপনি কোনো দিনও ডাক্তার হতে পারবেননা। ডাক্তার হতে হলে অবশ্যই আপনাকে ডাক্তারি সংক্রান্ত যাবতীয় বিষয়ে পড়াশোনা করতে হবে।আপনি যদি কষ্ট করে যেতে পারেন তাহলে একদিন আপনি ঠিকই ডাক্তার হতে পারবেন। এ পৃথিবীতে পরিশ্রম এবং কষ্ট ছাড়া কোনো কিছুই অর্জন করা সম্ভব নয়। পৃথিবীতে যারাই সফলতার শীর্ষে পৌঁছেছে কঠোর পরিশ্রম এবং কষ্ট করেই পৌঁছেছে।
কথায় আছে " No pains No gains." ভালো কিছু পেতে হলে অবশ্যই কষ্ট করতে হবে। কেননা কষ্ট করে যে সফল হয় সে। একটা কথা মনে রাখবে "You will win maybe not immediately but absolutely and definitely." স্বপ্ন দেখলেই হবে না। স্বপ্ন বাস্তবে রূপ দেয়ার জন্য অবশ্যই কষ্ট করে যেতে হবে। বর্তমান ফুটবল জগতের সবচেয়ে জনপ্রিয় তিনটা মুখ হলো নেইমার, মেসি এবং রোনালদো। এরা কেউই এমনি এমনি বিশ্ব সেরা ফুটবলার হয়নি। কঠোর পরিশ্রমের ফলেই আজ তারা বিশ্ব সেরা। তারাও তো আপনার মতোই রক্ত মাংসে মানুষ। তারা যদি সফল হতে পারে তাহলে আপনি কেনো পারবেননা?। আপনিও সফলতা অর্জন করতে পারবেন যদি আপনি আপনার চেষ্টা চালিয়ে যেতে পারেন। আপনি হয়তো সহজে সফলতা পাবেন না কিন্তু হতাশ হওয়া যাবে না। কথায় আছে এক বার না পারিলে দেখ শতবার। ব্যর্থ হলে আশা ছাড়া যাবে না বরং চেষ্টা চালিয়ে যেতে হবে। তাহলে একদিন ঠিকই সফলতা ধরা দিবে।
মানুষ ছোট থেকেই আস্তে আস্তে বড় হয়। তেমনি সফলতা অর্জন করতে হলে অবশ্যই যে কোনো কাজ শুরু থেকে করতে হবে। ছোট ছোট কাজ করেই একদিন মানুষ অনেক বিশাল বিশাল কাজ করতে সক্ষম হয়। কখনোই ধৈর্য হারা হওয়া যাবে না। নিজের স্বপ্ন fulfill করার জন্য পরিশ্রম করে যেতে হবে। আমরা যদি লক্ষ করি তাহলে দেখি মৌমাছি খুবই পরিশ্রমী। প্রতিনিয়ত তারা বিভিন্ন ফুল থেকে একটু একটু করে মধু এনে মৌচাকে জমায়।তাদের কঠোর পরিশ্রমের ফলে একদিন তারা মৌচাকটি মধু দ্বারা পূর্ণ করতে সক্ষম হয়। ঠিক তেমনি আমাদেরও সফলতা পেতে হলে প্রতিনিয়ত পরিশ্রম করে যেতে হবে।
আমরা যেমন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে এসেই বড় হোই না। আস্তে আস্তে বড় হোই। ঠিক তেমনিভাবে আমরা যেকোনো কাজ করতে গেলে হঠাৎই সফলতা পাবো না তবে আস্তে আস্তে ঠিকই সফলতা পাবো। এই পৃথিবীতে যারাই পরিশ্রম করতে পারবে কেবল তারাই সফলকাম হতে পারবে। অধ্যবসায় ছাড়া কোনো কিছুই অর্জন করা সম্ভব নয়।
পরিশ্রম ব্যতীত আজ পর্যন্ত কেউ সফল হতে পারেনি। কোনো ছাত্রকে যদি পরীক্ষায় ভালো ফলাফল করতে হয় তাহলে অবশ্যই তাকে প্রচুর পড়াশোনা করতে হবে।যখন সে কষ্ট করে পড়াশোনা করবে তখন অবশ্যই সে পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে।
Life is not a bed of roses but bed of thorns. জীবনে সফল হতে হলে অবশ্যই পরিশ্রম করে যেতে হবে। যে জাতি যত বেশি পরিশ্রমী সে জাতি ততো বেশি উন্নত। তাই জাতি হিসেবে নিজেদেরকে শ্রেষ্ঠ প্রমাণ করতে হলে অবশ্যই আমাদেরকে পরিশ্রমী হতে হবে। আর সবসময় মনে রাখতে হবে "কষ্ট করে যে সফল হয় সে"
Comments
Post a Comment