30 Important Proverbs With Bangla


১/ পাকা ধানে মই দেয়া।
= To do a great injury.
২/ বিনা মেঘে বজ্রপাত।
=  A bolt from the blue.
৩/ বিদ্যা অনন্ত, জীবন সংক্ষিপ্ত।
= Life is short but art is long.
৪/ ব্যর্থতাই সাফল্যের মূল।
= Failure is the pillar of success.
৫/হাতি গর্তে পড়লে চামচিকায়ও লাথি মারে।
= Little birds may peck a dead lion.
৬/বিপর্যয় অভিশাপ নয়, আশীর্বাদ।
= Sweets are the uses of adversity.
৭/ ভাত ছড়ালে কাকের অভাব হয় না।
= A full purse never lacks friends.
 ৮/ভালো হতে পয়সা লাগে না ।
= Courtesy coasts nothing.
৯/ভূতের মুখে রাম নাম।
=The devil listening to the Scriptures.
১০/মেঘ দেখে করিসনে ভয়,আড়ালে তার সূর্য হাসে ।
= After clouds comes fair weather.
১১/মায়ের কাছে মামা বাড়ির গল্প করো না।
= Never lecture before an expert.
১২/মিষ্টি কথায় চিঁড়ে ভেজে না।
= Fair words do not fill the pocket.
১৩/মানুষ মাত্রই ভুল হয়।
= To err is human.
১৪/মশা মারতে কামান দাগা।
=To break a butterfly upon a wheel.
১৫/মরার উপর খাঁড়ার গা।
=To pour water on a drowned mouse.
১৬/যত গর্জে তত বর্ষে না ।
= Barking dogs seldom bits.
১৭/যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়।
=Danger often comes where danger is feared.
১৮/যারে দেখতে নারি তার চলন বাঁকা।
=Faults are thick where love is thin .
১৯/রতনে রতন চেনে ।
= Diamond cuts Diamond.
২০/শেষ ভালো যার সব ভালো তার।
=All’s well that ends will.
২১/সোজা আঙুলে ঘি ওঠে না।
=A cat in gloves catches no mice.
২২/সময়ের এক ফোঁড় অসময়ের দশ ফোঁড়।
= A stitch in time saves nine.
২৩/সততাই সর্বোত্তম পন্থা ।
= Honesty is the best policy.
২৪/ সবুরে মেওয়া ফলে।
=Patience is bitter, but its fruit is sweet .
২৫/সময় এবং স্রোত কাহারও জন্য অপেক্ষা করে না।
= Time and tide wait for none.
২৬/হাতের জিনিস ফেলে দূরের জিনিস নিতে নেই।
=A bird in the hand is worth two in the bush.
২৭/হাতি ঘোড়া গেল তল, পিপড়া বলে কত জল।
= Fools rush in where angels fear to tread.
২৮/হুটহাট করে বিয়ে করলে পস্তাতে হয় ।
=Marry is haste, repent at leisure .
২৯/হাসির পরে আসে কান্না।
= Weal and woe come by turns.
৩০/সৃষ্টিকর্তা যা করেন মঙ্গলের জন্যেই করেন
= What God wills is for good.

Comments