ফাইনালে উঠার পথে পিএসজির বাঁধা চমক দেখানো লাইপজিগ



স্বপ্নময় পথ চলায় মাদ্রিদ ক্লাব আতলেটিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন লীগের সেমি ফাইনালে উঠে গেলো জার্মান ক্লাব লাইপজিগ। শেষ চারে তারা খেলবে আগেরদিন আতালান্টার বিপক্ষে ২-১ গোলে জেতা পিএসজির বিপক্ষে।খেলাটি শুরু হবে ১৯ আগস্ট বাংলাদেশ সময় রাত ১ টায়।

আক্রমন আর পাল্টা আক্রমনে শুরু থেকেই জমে ওঠে লড়াই।ষষ্ঠ মিনিটেই সুযোগ আসে লাইপজিগের সামনে কিন্তু হালস্টেনবার্গ ফাঁকায় দাঁড়িয়েও বল উড়িয়ে মারেন।

প্রথমার্ধে লাইপজিগ বল দখলে এগিয়ে থেকে বেশ কয়েকবার আক্রমনে উঠলেও আতলেটিকোর রক্ষণ ভাংতে পারেনি।তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় লাইপজিগ। সতীর্থের ক্রসে হেডে বল জালে পাঠান স্প্যানিশ মিডফিল্ডার দানি ওলমো। পিছিয়ে পরার পর সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে আতলেটিকো মাদ্রিদ।এবং ৭১ মিনিটের সময় সফল স্পট কিকে দলকে সমতায়ও ফেরান জোয়াও ফেলিক্স।

তবে শেষ রক্ষা হলো না নির্ধারিত সময়ের দুই মিনিট আগে স্বপ্ন ভাঙে আতলেটিকোর। ডিবক্সের সামনে থেকে টেইলর অ্যাডামস এর নিচু শট আতলেটিকোর এক খেলোয়াড়ের পায়ে লেগে জালে জড়ায়।উচ্ছ্বাসে মেতে উঠে পুরো দল।

পিছিয়ে পড়ার পর বাকিটা সময় সমতা ফেরানোর প্রাণপণ চেষ্টা চালিয়ে যায় আতলেটিকো মাদ্রিদ।কিন্তু চমক দেখানো জার্মান ক্লাব লাইপজিগের সাথে পেরে উঠে না।এরই সাথে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন লীগ খেলতে এসে সেমিতে জায়গা করে নেয় চমক জাগানো দলটি।

এখন ফাইনালে উঠার লক্ষ্যে তাদের লড়তে হবে ফরাসি জায়ান্ট পিএসজির বিপক্ষে।যেভাবে চমক দেখিয়েছে লাইপজিগ তাতে বুঝাই যাচ্ছে পিএসজির সাথে কঠিন লড়াই হতে যাচ্ছে। আর এই কঠিন লড়াই দেখার জন্য অপেক্ষা করতে হবে ১৯ তারিখ রাত ১ঃ০০ টা পর্যন্ত।

Comments