অলিম্পিক লিঁওনে ধরাশায়ী ম্যানচেস্টার সিটি



শনিবার রাতে কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে পর্তুগালের লিসবনে অনুষ্ঠিত ম্যানচেস্টার সিটি ও অলিম্পিক লিঁওনের মধ্যকার ম্যাচটিতে ম্যানসিটিকে ৩-১ গোলে পরাজিত করে লিঁওন।এবং চতুর্থ ক্লাব হিসেবে এবারের চ্যাম্পিয়ন লীগে সেমিতে জায়গা করে নেয় লিঁওন। লিঁওন এর হয়ে গোল তিনটি করেন- কর্নেট একটি এবং মুসা দেম্বেলে দুইটি।আর সিটির হয়ে একমাত্র গোলটি করেন কেভিন ডি ব্রুইনে।

খেলা শুরুর পর থেকে অধিকাংশ সময় বল দখলে রেখে আক্রমন শুরু করে সিটি।প্রথম পাঁচ মিনিটের মধ্যেই গোলের কয়েকটি সুযোগ  তৈরি করে সিটি।তবে পাল্টা জবাব দিতে দেরী করেনি লিঁওন ও। ম্যাচের প্রথম সুযোগটিকে কাজে লাগিয়ে ২৪তম মিনিটেই এগিয়ে যায় ফরাসি ক্লাব লিঁওন। প্রায় ২০ গজ দূর থেকে বাঁকানো শটে বল জালে জড়ান কোত দি ভোয়ার ফরোয়ার্ড কর্নেট।

গোল খেয়ে বসার পর প্রথমার্ধের শেষ ১০ মিনিটে প্রতিপক্ষের রক্ষণে প্রচুর চাপ বাড়ায় কিন্তু সাফল্য ধরা দেয় না। ১- ০ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় ম্যানসিটি।


দ্বিতীয়ার্ধেেও ম্যানসিটির আক্রমন বজায় ছিলো।কিন্তু সাফল্য ধরা দেয় ৬৯তম মিনিটে।রাহিম স্টার্লিংয়ের পাস পেয়ে প্লেসিং শটে সমতা আনেন কেভিন ডি ব্রুইনে।এরপর আক্রমণ পাল্টা আক্রমন চলতে থাকে।তবে খেলার ধারার বিপরীতে ৭৯ মিনিটে আবারো এগিয়ে যায় অলিম্পিক লিঁওন। বল নিয়ন্ত্রনে নেয়ার জন্য সিটি গোলরক্ষক এদারসন অনেকটা উপরে উঠে আসেন।মুসা দেম্বেলের শট তার পায়ে লেগে জালে জড়ায়। ৮৭তম মিনিটে মুসা দেম্বেলের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোল হলে ম্যানসিটির সেমিতে উঠার স্বপ্ন ভেঙে যায়। লিভারপুলের কাছে ঘরোয়া লীগ হারানোর পর চ্যাম্পিয়ন লীগ থেকেও খালি হাতে ফিরতে হলো গুয়ার্দিওলার ম্যানসিটিকে।

আগামী বুধবার রাত ১ঃ০০ টায় ফাইনালে উঠার লক্ষ্যে লিঁওনকে লড়তে হবে বার্সাকে ৮-২ গোলে হারিয়ে সেমিতে ওঠা বায়ার্ন মিউনিখের বিপক্ষে

Comments