ফাইনালে ওঠার লক্ষ্যে লিপজিগের বিপক্ষে মাঠে নামছে নেইমারের পিএসজি


আগামীকাল মঙ্গলবার দিবাগত রাত বাংলাদেশ সময় রাত ১ঃ০০ টায় ফাইনালে ওঠার লক্ষ্যে লিপজিগের বিপক্ষে লড়াইয়ে নামবে নেইমার বাহিনী।ম্যাচটি দেখতে মরিয়া হয়ে আছে নেইমার ও পিএসজির অসংখ্য সমর্থক ।চমক দেখানো লিপজিগের বিপক্ষে কঠিন পরীক্ষাই দিতে হবে নেইমার এম্বাপ্পেদের।

প্রথমবারের মতো চ্যাম্পিয়ন লীগ খেলতে এসে চমক দেখানো লিপজিগ কোয়ার্টার ফাইনালে আতলেটিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়ে সেমিতে ওঠে। অন্যদিকে হারতে হারতে শেষ সময়ের ২ গোলে আতালান্টাকে হারিয়ে সেমির টিকেট কাটে পিএসজি।

পিএসজির অনেক দিনের স্বপ্ন চ্যাম্পিয়ন লীগ জেতা।আর সেই লক্ষ্যেই ২০১৭ সালে নেইমারকে ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে নাসের আল খেলাইফি বার্সা থেকে পিএসজিতে নিয়ে আসেন।তবে চোটের কারনে চ্যাম্পিয়ন লীগে খুব একটা খেলতে পারেননি নেইমার।তবে এই মৌসুমে নেইমার ফর্মে আছেন সাথে ফিট ও আছেন।আর নেইমারের ফিট থাকা মানে প্রতিপক্ষের জন্য আতংক। নেইমারের নৈপুণ্যেই পিএসজি সেমি ফাইনালে উঠতে সক্ষম হয়েছে।নেইমারকে যে উদ্দেশ্যে আনা হয়েছে সেটা বাস্তবায়নের এটাই সুবর্ণ সুযোগ।নেইমার যদি পিএসজিকে  চ্যাম্পিয়ন লীগ জেতাতে পারে সেটা হবে নতুন একটা ইতিহাস।আর সেটার জন্য সবার আগে আগামীকালের ম্যাচে লিপজিগকে হারিয়ে ফাইনালে উঠতে হবে।

নেইমারকে ছাড়াও পিএসজি চ্যাম্পিয়ন লীগ জয়ের জন্য দলে ভিড়িয়েছে কিলিয়ান এম্বাপ্পেকে।তবে চোট থেকে ফেরার কারনে কোয়ার্টার ফাইনালে শুরু থেকে খেলতে পারেনি সে।কিন্তু আগামীকাল পিএসজি শুরু থেকেই পাচ্ছে কিলিয়ানকে।তাছাড়া গত ম্যাচে কার্ড জনিত কারনে খেলতে পারেননি আনহেল ডি মারিয়া কিন্তু সেমিতে তাকেও পাচ্ছে পিএসজি।তবে পিএসজির জন্য দুঃসংবাদ হচ্ছে তারা তাদের প্রধান গোলরক্ষক নাভাসকে পাচ্ছে না। কোয়ার্টার ফাইনালের চোট তাকে সেমি ফাইনাল থেকে ছিটকে দিয়েছে।

আগামীকাল পিএসজি মোটামুটি  পূর্ণ শক্তির দলই পাচ্ছে।আর যে দলে নেইমারের মতো খেলোড়ার আছে সে দল এমনিতেই চাঙা থাকে। এবং নেইমার ও এম্বাপ্পেকেই সামনে থেকে নেতৃত্ব দিতে হবে চমক জাগানো লিপজিগকে হারিয়ে ফাইনালে উঠতে হলে।

Comments

  1. কাভানি কোই?

    ReplyDelete
    Replies
    1. অন্য ক্লাবে চলে যাবে, ,,,তাই দলের বাহিরে

      Delete

Post a Comment