রক্ত দেয়া একটি মহৎ কাজ।আপনার এক ব্যাগ রক্তই পারে একজন মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে।একজন মানুষকে রক্ত দিতে হলে অবশ্যই উদার মনের অধিকারী হতে হবে।রক্ত প্রদানকারী ব্যক্তি অবশ্যই উদার মনের মানুষ।উদার মনের না হলে কি কেউ নিজের রক্ত অন্যকে দেয়। তবে রক্ত দেয়া খুবই ভালো একটি কাজ এতে শরীর ভালো থাকে। কিন্তু মনে রাখতে হবে যারা রক্ত দেন তাদেরকে অবশ্যই রক্ত দেয়ার নিয়মাবলী মেনে চলতে হবে।একবার রক্ত দেয়ার পর অবশ্যই নির্ধারিত সময় না হওয়া পর্যন্ত আবার রক্ত দেয়া থেকে বিরত থাকতে হবে।
রক্ত দান খুবই মহৎ একটি কাজ।তবে যারা রক্ত নেয়ার জন্য ফোন দিবেন তাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে।যিনি রক্ত দিবেন তার যাবতীয় খরচ বহন করতে হবে। তার যাওয়া আসার খরচ দিতে হবে। রক্ত দেয়ার পূর্বে এবং পরে তাকে ভালোভাবে খাওয়াতে হবে।তবে বিশেষ করে রক্ত দেয়ার পর তাকে কিছু ফলমূল খাওয়াতে হবে যাতে তার শরীরের দুর্বলতা কেটে যায়।এবং সঠিকভাবে যাতে সে বাসায় পৌঁছতে পারে সে ব্যবস্হা করে দিতে হবে।
আমাদের দেশে অনেক অসহায় মানুষ আছে যাদের রক্ত কিনে রোগীর শরীরে দেয়ার ক্ষমতা নাই।তাই রক্তের অভাবে অনেক অসহায় মানুষ মারা যায়।তবে বর্তমানে খুব সহজেই রক্ত পাওয়া যায়।কেননা বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা স্বেচ্ছায় রক্ত দিয়ে থাকে।এখন ফেজবুকে অনেক Blood Donation Group আছে যেখানে সহজেই যে কেউ রক্তের জন্য যোগাযোগ করলে Blood donor পেয়ে যায়। এখন প্রায় শিক্ষা প্রতিষ্ঠানে Blood Donation Campaign করা হয়। যেখানে স্বেচ্ছায় রক্ত দানকারী সদস্য সংগ্রহ করা হয় এবং রক্ত দিলে যে ক্ষতি নয় বরং উপকার হয় সে সম্পর্কে ধারনা দেয়া হয়।
এখন রক্তের জন্য রোগীর পরিবারকে খুব একটা টেনশনে পড়তে হয় না।কেননা যেকোন স্কুল বা কলেজে গিয়ে যে গ্রুপের রক্ত প্রয়োজন তা খোঁজ করলে সহজেই পাওয়া যায়।মানুষের জীবন বাঁচানোর মতো মহৎ কাজ আর হতে পারেনা। আর সেটা যদি আপনার রক্তের উসিলায় হয় তাহলে আপনার মতো ভাগ্যবান আর কে হতে পারে?।তাই আসুন আমরা স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসি এবং রক্ত দিয়ে অসহায় মানুষের জীবন বাঁচাই।রক্ত দিন নিজে ভালো থাকুন এবং অন্যকে ভালো রাখুন।
Comments
Post a Comment