ভিন্ন ভিন্ন ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন লীগ জয়ের হাতছানি নেইমারের সামনে


আলাদা আলাদা ক্লাবের হয়ে চ্যাম্পিয়নস লীগ এবং স্যামুয়েল ইতোর পর দ্বিতীয় খেলোড়ার হিসেবে ভিন্ন দুই ক্লাবের হয়ে ট্রেবল জেতার হাতছানি নেইমারের সামনে।নেইমার তার জীবনের প্রথম চ্যাম্পিয়নস লীগ জয়ের এবং একই সাথে ট্রেবল জেতার স্বাধ পান ২০১৫ সালে বার্সেলোনার হয়ে।এরই মধ্যে কেটে গেছে পাঁচটি বছর, আবারও নেইমারের সামনে সুযোগ এসেছে পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লীগ জেতার সাথে ট্রেবল।আর সে লক্ষ্যেই আজ রাতে চ্যাম্পিয়নস লীগের ফাইনালে মাঠে নামতে যাচ্ছে নেইমারের পিএসজি।নেইমারদের প্রতিপক্ষ পাঁচবারের চ্যাম্পিয়নস লীগ জয়ী জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ।

পর্তুগালের লিসবনে চ্যাম্পিয়নস লীগের ফাইনাল ম্যাচটি শুরু হবে আজ রাত বাংলাদেশ সময় রাত ১ টায়।ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে সনি টেন ২ চ্যানেলে।নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লীগ ফাইনালে ওঠা পিএসজি মরিয়া হয়ে আছে চ্যাম্পিয়নস লীগের ট্রফিটি নিজেদের করে নিতে। যে উদ্দেশ্যে নেইমারকে বার্সা থেকে পিএসজিতে নিয়ে আসা হয়েছে সেই লক্ষ্য পূরণের খুব কাছাকাছি নেইমার।আজ রাতের ফাইনালে জিততে পারলেই ইতিহাস গড়বেন নেইমার।কেননা আজকের ফাইনালে জিততে পারলে বার্সার পর পিএসজির হয়েও চ্যাম্পিয়নস লীগ এবং ট্রেবল জেতা হবে নেইমারের।পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লীগ জেতার গুরু দায়িত্ব নেইমারের কাঁধে।নেইমারের হাত ধরেই পিএসজি চ্যাম্পিয়নস লীগ জিতবে সেটা পিএসজির অনেক দিনের স্বপ্ন।সময় এসেছে নেইমারের সামনে সে স্বপ্নকে বাস্তবে রূপ দেয়ার।

বায়ার্নের বিপক্ষে নেইমারের রেকর্ড খুবই ভালো। বায়ার্নের বিপক্ষে নেইমার চারটি ম্যাচ খেলেছেন এ চার ম্যাচে নেইমার চারটি গোল এবং তিনটি গোলে সহায়তা করেছেন।পিএসজি এবং নেইমারের অসংখ্য সমর্থক চাইবেন আজ রাতেও যেনো নেইমার জ্বলে উঠে এবং পিএসজি হয়ে চ্যাম্পিয়নস লীগ জিতে ইতিহাস গড়ে।

Comments