বাংলা সাহিত্যে বিখ্যাত লেখকদের প্রথম সাহিত্যকর্মসমূহ।


১/ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাসের নাম কি?
=বউ ঠাকুরানীর হাট।
২/ কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাসের নাম কি?
= বাঁধন হারা।
৩/ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কবিতা কোনটি?
= হিন্দু মেলার উপহার।
৪/ কাজী নজরুল ইসলামের প্রথম কবিতা কোনটি?
= মুক্তি।
৫/ রবীন্দ্রনাথের প্রথম ছোট গল্পের নাম কি?
= ভিখারিনী।
৬/ রবীন্দ্রনাথের প্রথম নাটক কোনটি?
= রুদ্রচন্ড।
৭/ কাজী নজরুল ইসলামের প্রথম নাটকের নাম কি?
= ঝিলিমিলি।
৮/ রবীন্দ্রনাথের প্রথম কাব্য কোনটি?
= বনফুল।
৯/ কাজী নজরুলের প্রথম কাব্য কোনটি?
= অগ্নিবীণা।
১০/প্যারীচাঁদ মিত্রের প্রথম উপন্যাসের নাম কি?
=আলালের ঘরের দুলাল।
১১/পল্লী কবি জসীম উদ্দিনের প্রথম কাব্য কোনটি?
= রাখালী
১২/ জহির রায়হানের প্রথম গল্প কোনটি?
=সূর্য গ্রহণ।
১৩/ফররুখ আহমদের প্রথম কাব্য কোনটি?
= সাত সাগরের মাঝি।
১৪/ মুনীর চৌধুরির প্রথম নাটকের নাম কি?
= রক্তাক্ত প্রান্তর।
১৫/বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় -এর প্রথম উপন্যাস কোনটি?
= পথের প্যাঁচালি।
১৬/জীবনানন্দ দাস -এর প্রথম কাব্য কোনটি? 
= ঝরা পালক।
১৭/মানিক বন্দ্যোপাধ্যায় -এর প্রথম উপন্যাস কোনটি?
= পদ্মা নদীর মাঝি।
১৮/সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী -এর প্রথম কাব্য কোনটি?
=অনল প্রবাহ।
১৯/মাইকেল মধুসূদন দত্ত-এর প্রথম কাব্য কোনটি? 
=তিলোত্তমা সম্ভব।
২০/ মাইকেল মধুসূদন দত্ত-এর প্রথম মহাকাব্য কোনটি?
= মেঘনাদ বদ কাব্য।
২১/মীর মোশাররফ হোসেন-এর প্রথম উপন্যাস কোনটি?
= রত্নাবতী।
২২/সৈয়দ ওয়ালীউল্লাহ -এর প্রথম উপন্যাস কোনটি?
= লালসালু।
২৩/বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়-এর প্রথম বাংলা উপন্যাস কোনটি?
= দুর্গেশনন্দিনী।
২৪/ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ-এর প্রথম ভাষাগ্রন্থ কোনটি?   
= ভাষা ও সাহিত্য।
২৫/শরৎচন্দ্র চট্টোপাধ্যায় -এর প্রথম গল্প কোনটি?   
= মন্দির।

Comments