১/ "অভাগা যদ্যপি চায় সাগর শুকায়া যায়"- এ প্রবাদটির রচিয়তা কে?
=মুকুন্দরাম।
২/"আমার সন্তান যেনো থাকে দুধ-ভাতে" উক্তিটি কোন গ্রন্থের?
=অন্নদামঙ্গল কাব্যের।
৩/"যুদ্ধ মানে শত্রু শত্রু খেলা, যুদ্ধ মানেই আমার প্রতি তোমার অবহেলা"- কার কবিতার অংশ?
=নির্মলেন্দু গুন।
৪/মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন- উক্তি কার?
=ভারতচন্দ্রের।
৫/"আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে"।কোন কবির রচনা?
=জীবনানন্দ দাসের।
৬/"আমি যদি হতাম বনহংস বনহংসী হতে যদি তুমি" কোন কবির রচনা?
=জীবনানন্দ দাসের।
৭/"কেউ কথা রাখেনি, তেত্রিশ বছর কাটলো, কেউ কথা রাখে নি"- চরনটির কবি কে?
=কবি সুনীল গঙ্গোপাধ্যায়
৮/"ঠাঁই নাই, ঠাঁই নাই, ছোটো এ তরী, আমারী সোনার ধানে গিয়েছে ভরি"। -চরনটির কবি কে?
=রবীন্দ্রনাথ ঠাকুর।
৯/"জন্মই আমার আজন্ম পাপ, মাতৃজরায়ু থেকে নেমেই জেনেছি আমি"- এই কবিতাংশটুকুর রচয়িতা কে?
=দাউদ হায়দার।
১০/"মোদের গরব মোদের আশা, আ মরি বাংলা ভাষা"। চরনটির কবি কে?
=অতুল প্রসাদ সেন।
১১/"তুমি আসবে বলে হে স্বাধীনতা সকিনা বিবির কপালে ভাঙলো, সিথির সিদুঁর মুছে গেল হরিদাসীর"- চরনটির রচয়িতা কে?
=শামসুর রাহমান।
১২/"সই কেমনে ধরিব হিয়া আমার বধুয়া আন বাড়ি যায় আমার আঙিনা দিয়া"। চরনটির রচয়িতা কে?
=চন্ডিদাস।
Comments
Post a Comment