১/বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নায়ক কে?
=শেখ মুজিবুর রহমান।
২/বাংলাদেশের স্বাধীনতা দিবস কোন তারিখে পালন করা হয়?
=২৬ মার্চ।
৩/স্বাধীনতার ঘোষণাপত্রের রচিয়তা কে?
=ব্যারিস্টার এম.আমীর-উল ইসলাম।
৪/শেখ মুজিব কোথায় ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ দেন?
=রেসকোর্স ময়দানে।
৫/বাংলাদেশের স্বাধীন পতাকা সর্বপ্রথম কবে উত্তোলন করা হয় এবং কোথায় উত্তোলন করা হয়?
=২ মার্চ ১৯৭২, ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
৬/শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালিত হয়?
= ১৪ ডিসেম্বর।
৭/অপারেশন সার্চলাইট কি?
=২৫ মার্চ কালো রাতে পাক হানাদার বাহিনী নিরীহ বাঙালিদের উপর যে বর্বরোচিত আক্রমণ করে সেটাই হলো অপারেশন সার্চলাইট।
৮/মুক্তিযুদ্ধে প্রথম কারা সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে?
=ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।
৯/মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে কয়টি সেক্টরে বিভক্ত করা হয়?
=১১ টি সেক্টরে ভাগ করা হয়।
১০/মুক্তিযুদ্ধের সময় সারা বাংলাদেশকে ১১ টি সেক্টরে বিভক্ত করা হয়েছিলো কবে?
=১১ জুলাই ১৯৭১।
১১/মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অধীনে ছিলো?
=২ নং সেক্টরে।
১২/মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ নৌ-বাহিনী কোন সেক্টরের অধীন ছিলো?
=১০ নং সেক্টরে।
১৩/মুজিবনগর কোন সেক্টরের অধীন ছিলো?
=৮ নং সেক্টরের।
১৪/মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে কয়টি সাব সেক্টরে বিভক্ত করা হয়?
=৬৪ টি।
১৫/বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয় কবে?
=১০ এপ্রিল ১৯৭১সালে।
১৬/বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয় কবে?
=১৭ এপ্রিল ১৯৭১ সালে।
১৭/বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন কে?
=অধ্যাপক এম.ইউসুফ আলী।
১৮/বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র কোথায় পাঠ করা হয়?
=মুজিবনগরে।
১৯/বাংলাদেশ কবে পাক হানাদার বাহিনী মুক্ত হয়?
=১৬ ডিসেম্বর ১৯৭১ সালে।
২০/বাংলাদেশের বিজয় দিবস কবে পালিত হয়?
=১৬ ডিসেম্বর।
২১/বাংলাদেশে সর্বোচ্চ বীরত্ব খেতাব কোনটি?
=বীরশ্রেষ্ঠ।
২২/মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত বীরশ্রেষ্ঠ কয়জন?
=৭ জন।
২৩/মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত বীর উত্তম কতজন?
=৬৮ জন।
২৪/মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত বীর বিক্রম কতজন?
=১৭৫ জন।
২৫/মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত বীর প্রতীক কতজন?
=৪২৬ জন।
Comments
Post a Comment