নামাযের আরকান আহকাম


নামাযের ভিতরে এবং বাহিরে মোট ১৩টি ফরয আছে এগুলোকে আরকান আহকাম বলা হয়। এই আরকান আহকামগুলো মেনে সঠিকভাবে নামায আদায় করতে হবে অন্যথায় নামায আদায় হবে না।আরকান আহকাম মোট ১৩টি এর মধ্যে আহকাম ৭ টি এবং আরকান ৬ টি।নিচে আরকান আহকামগুলো দেয়া হলো।

@নামাযের আহকামসমূহ:

১/শরীর পবিত্র থাকা।
২/ নামাযের জায়গা পাক থাকা।
৩/ কাপড় পাক থাকা।
৪/সতর ঢাকা।
৫/কেবলামুখি হয়ে নামায পড়া।
৬/ ওয়াক্ত মতো নামায পড়া।
৭/নামাযের নিয়ত করা।

@ নামাযের আরকানসমূহ:

১/তাকবীরে তাহরীমা বলা।
২/কিয়াম করা।
৩/কিরাত পড়া।
৪/রূকু করা।
৫/ সিজদা করা।
৬/ শেষ বৈঠকে বসা।

নামায হলো বান্দার জন্য আল্লাহ তায়ালার নিকটবর্তী হওয়ার অন্যতম মাধ্যম।রূকু সিজদার মাধ্যমেই আল্লাহর সান্নিধ্য পাওয়া যায়।কাজেই নামায হতে হবে ত্রুটিমুক্ত বিশুদ্ধ  কেননা নামায হলো বেহেশতের চাবি।নামায ছাড়া জান্নাতে যাওয়ার সুযোগ নেই।তাই অবশ্যই সুন্দরভাবে নামাযের আহকাম আরকানগুলো মেনে নামায আদায় করতে হবে কেননা নামাযের ভিতরে এবং বাহিরে যে ১৩ টি ফরয আছে এগুলোর কোনোটি বাদ গেলে নামাযও বাতিল হয়ে যাবে।

Comments