নেইমার কি পারবে পিএসজিকে চ্যাম্পিয়ন লীগ এনে দিতে?


বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় ফুটবলারদের মধ্যে ব্রাজিলীয়ান সুপারস্টার নেইমার অন্যতম। নেইমার বর্তমানে প্যারিসের ক্লাব পিএসজির হয়ে খেলেন।তাকে ঘিরেই মূলত পিএসজির চ্যাম্পিয়ন লীগ জয়ের স্বপ্ন। নেইমার কি পারবে পিএসজিকে সেই অধরা ট্রপিটা এনে দিতে? সেটা সময় হলেই দেখা যাবে

                        

চ্যাম্পিয়ন লীগের ইতিহাসে কখনো জেতাতো দূরের কথা সেমিফাইনাল ও খেলতে পারেনি পিএসজি।আর সেই অধরা ট্রফিটা ছুঁয়ে দেখার জন্য 2017 সালে রেকর্ড 222 মিলিয়ন ইউরো দিয়ে বার্সা থেকে নেইমারকে পিএসজিতে নিয়ে আসা হয়।কিন্তু চোটের কারনে চ্যাম্পিয়ন লীগের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতেই নেইমার খেলতে পারেননি।যার ফলে পিএসজি যে জন্য নেইমারের পিছনে এতো টাকা খরচ করলো সবই ব্যর্থ হলো।কিন্তু এবার নেইমার পুরোপুরি ফিট আছেন। আর নেইমার ফিট থাকলে সে কতোটা ভয়ংকর হতে পারে সেটা সবাই জানে। এবারের চ্যাম্পিয়ন লীগে নেইমার অসাধারণ পারফরমেন্স করে যাচ্ছেন। শেষ ১৬ এর দুই পর্বেই বরুশিয়া ডর্টমুন্ডের সাথে নেইমারের ২ গোলের এবং অসাধারণ নৈপুণ্যের কারনে পিএসজি কোয়ার্টার ফাইনালে উঠতে সক্ষম হয়।যদিও পিএসজি ১ম পর্বে ডর্টমুন্ডের  মাঠে ২-১গোলে হেরেছিলো। কিন্তু ফিরতি পর্বে নেইমার নৈপুণ্যে পিএসজি ২-০ গোলে জয়লাভ করে এবং কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায়।

এবারের চ্যাম্পিয়ন লীগে কোয়ার্টার ফাইনাল থেকে সবগুলো ম্যাচ নক আউট পর্বের মতো হবে।এর মানে হলো ম্যাচগুলো এক পর্বের হবে। যারা হারবে তারাই বাদ।আর তেমনই এক বাঁচা মরার ম্যাচে সেমিফাইনালে উঠার লক্ষ্যে আগামীকাল ১২ আগস্ট আটালান্টার বিপক্ষে মাঠে নামবে নেইমারের পিএসজি।
ম্যাচটি পর্তুগালের মাঠ এস্তাদিও দ্যা লুজ,লিসবনে শুরু হবে বাংলাদেশ সময় রাত ১ঃ০০ টায়।

চ্যাম্পিয়ন লীগ জিততে পিএসজি দলটা খুবই মরিয়া। বর্তমানে ক্লাবটিতে নেইমার বাদেও কিলিয়ান, দি মারিয়া, ইকার্দির মতো প্রতিভাবান খেলোড়ার রয়েছে।সুতরাং আশা করা যায় পিএসজি এবার তাদের সেই অধরা ট্রপিটি অর্জন করতে পারবে।আর এজন্য অবশ্যই দলের সবাইকে এগিয়ে আসতে হবে এবং ভালো খেলতে হবে। কেননা একটু ভুলই পারে যেকোনো দলকে গুরুত্বপূর্ণ ম্যাচ থেকে ছিটকে ফেলে দিতে।আর দলকে চ্যাম্পিয়ন লীগ জেতাতে হলে অবশ্যই নেইমারকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে।

Comments