চ্যাম্পিয়ন লীগের কোয়ার্টার ফাইনালে পর্তুগালের, লিসবনে আজ রাত ১ঃ০০ টায় মুখোমুখি হবে দুই পরাশক্তি স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা এবং জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ।
দুই দলেই তারকা খেলোয়াড়ে ভর্তি। বার্সায় আছেন বর্তমানে বিশ্বসেরাদের অন্যতম লিওনেল মেসি।অন্যদিকে বায়ার্নে আছেন গোল মেশিন খ্যাত লেভানদোস্কি।লেভানদোস্কি সব মিলিয়ে এ মৌসুমে ৪৪ ম্যাচে ৫৩ গোল করেছেন যার ধারে কাছেও নেই মেসি(৩১ গোল)। চ্যাম্পিয়ন লীগের রাউন্ড ষোলোর ২ পর্বেই অসাধারণ খেলেন লেভানদোস্কি।রাউন্ড ষোলোর প্রথম লেগে চেলসির বিপক্ষে ৩-০ গোলে জেতা ম্যাচে ১ টি গোল ও অন্য ২ গোলে সহায়তা করেন। ২য় লেগের ম্যাচেও চেলসিকে ৪-১ গোলে হারানোর ম্যাচে ২ টি গোল করেন লেভানদোস্কি। আজকের ম্যাচে বার্সার জন্য সবচেয়ে বড় আতংক হতে পারেন এই পোলিশ তারকা।এছাড়াও বায়ার্নে আছেন মুলার এবং কৌতিনহোর মতো তারকারা।ঘরোয়া লীগ জিতে খুবই ফুরফুরে মেজাজে আছে পুরো বায়ার্ন দল।
অন্য দিকে এবারের মৌসুমটা খুব একটা ভালো যাচ্ছে না বার্সার।কোপা দেলরে থেকে ছিটকে যাওয়ার পর ঘরোয়া লা লীগা শিরোপা হারায় রিয়াল মাদ্রিদের কাছে।কিন্তু চ্যাম্পিয়ন লীগে ঠিকই তারা দাপটের সাথে কোয়ার্টার ফাইনালে উঠেছে।যদিও প্রথম পর্বে নাপোলির মাঠে ১-১ গোলে ড্র হয়েছিলো। কিন্তু নিজেদের মাঠে মেসির নৈপুণ্যে ৩-১ গোলে জয় লাভ করে কোয়ার্টার ফাইনালে ওঠে বার্সেলোনা। এখন চ্যাম্পিয়ন লীগই বার্সেলোনার একমাত্র ভরসা।মেসির মতো খেলোড়ার যে দলে আসে সে দলে যেকোনো কিছু ঘটতে পারে।মেসি ছাড়াও বার্সায় আছে সুয়ারেজ ও গ্রীজমানের মতো তারকা।
একদিকে মেসি অন্যদিকে লেভানদোস্কি খুবই রোমান্সকর একটি ম্যাচের সাক্ষী হতে যাচ্ছে পুরো বিশ্ব।আজ রাতটি ফুটবল প্রেমিদের জন্য একটি বিশেষ রাত হতে যাচ্ছে। দেখা যাক কারা শেষ পর্যন্ত শেষ চারে পৌঁছতে পারে বার্সা নাকি বায়ার্ন।
Comments
Post a Comment