Internet Has Made Our Lives Easier


ইন্টারনেট এমন একটা আবিষ্কার যেটা মানুষের দৈনন্দিন জীবনযাত্রা সহজ করে দিয়েছে।ইন্টারনেট এমন একটা মাধ্যম যেটা সারা পৃথিবীকে আমাদের হাতের মুঠোয় এনে দিয়েছে।ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসেই দেশ বিদেশের বিভিন্ন খবর মুহুর্তের মধ্যেই জানা যায়।ইন্টারনেটের কারনে আমাদের দৈনন্দিন জীবনে ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে।ইন্টারনেট আবিষ্কার আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ।সব জিনিসেরই ভালো এবং খারাপ দু'টো দিকই থাকে তেমনি ইন্টারনেটেরও যেমন ভালো দিক  আছে তেমনি খারাপ দিকও আছে।কিন্তু আমাদের উচিত ইন্টারনেটকে সবসময়ই ভালো কাজে ব্যবহার করা।ইন্টারনেটের হাত বা পা নেই যে সে নিজেই কোনো কাজ করবে বরং আপনি তাকে যে কাজ করতে বলবেন সে সেই কাজই করবে।

বর্তমান সময়ে ইন্টারনেট আমাদের দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে পরিণত হয়েছে। ইন্টারনেট ছাড়া বর্তমান বিশ্বকে কল্পনাই করা যায় না।ইন্টারনেট সারা পৃথিবীটাকে আমাদের হাতের মুঠোয় এনে দিয়েছে। যেকোনো দেশের যেকোনো সংবাদ মুহুর্তের মধ্যে আমরা ইন্টারনেটের মাধ্যমে জানতে পারি। ইন্টারনেটের আবিষ্কার আমাদের শ্রম এবং সময় দু'টোই বাঁচিয়ে দিয়েছে।আগে কোনো প্রয়োজনীয় কাজ করতে গেলে কষ্ট করে সেখানে গিয়ে করা লাগতো কিন্তু বর্তমানে ঘরে বসেই অনেক গুরুত্বপূর্ণ কাজ ইন্টারনেটের মাধ্যমে করা যায়।শিক্ষা ক্ষেত্রে ইন্টারনেটের প্রভাব অপরিসীম। এখন ঘরে বসেই ইন্টারনেটের মাধ্যমে  বিভিন্ন পরীক্ষার ফলাফল জানা যায়। বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য আবেদন করা যায়। ঘরে বসেই বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তির জন্য আবেদন করা যায়।করোনার মতো মহামারির মধ্যেও ছাত্র-ছাত্রীরা শিক্ষা প্রতিষ্ঠানে না গিয়ে ঘরে বসেই অনলাইনে ক্লাশ করতে পারছে যেটা সম্ভব হয়েছে ইন্টারনেট আবিষ্কারের ফলে।এমন কোনো তথ্য নাই যেটা ইন্টারনেটে নাই। ইন্টারনেটে সার্চ দিলে আমরা মুহুর্তের মধ্যে আমাদের প্রয়োজনীয় তথ্য পেয়ে যাই। ইন্টারনেট আমাদের জীবনযাত্রার মান উন্নত করেছে।শুধু তাই নয় ইন্টারনেট আবিষ্কারের ফলে ঘরে বসেই বিভিন্ন চিকিৎসা সেবা গ্রহন করা যাচ্ছে।এমন কি ঘরে বসেই যেকোনো পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় করা যায়।আর এ সবকিছুই সম্ভব হয়েছে ইন্টারনেটের কারনে।

ইন্টারনেট আবিষ্কারের ফলে অনেক কর্মসংস্থান তৈরী হয়েছে।অনেক মানুষ ঘরে বসে অনলাইনে কাজ করে মাসে লাখ লাখ টাকা আয় করছে যেটা সম্ভব হয়েছে মূলত ইন্টারনেটের কল্যানে।ইন্টারনেট এমন একটা মাধ্যম যেটা থেকে আমরা অনেক সুযোগ সুবিধা ভোগ করতে পারি।ইন্টারনেটের আবিষ্কার সারা পৃথিবীর জন্য আশীর্বাদ স্বরূপ। তাই আমাদের উচিত ইন্টারনেটকে ভালো কাজে ব্যবহার করা।

Comments