উঃ- ২ ভাগে বিভক্ত। ১)স্বরধ্বনি ২)ব্যঞ্জনধ্বনি।
২/বাংলা ভাষায় স্বরবর্ণ কয়টি?
উঃ- ১১ টি?
৩/বাংলা ব্যঞ্জনবর্ণ কয়টি?
উঃ-৩৯ টি।
৪/ বাংলা বর্ণমালায় মোট বর্ণ কয়টি?
উঃ-৫০ টি।
৫/কোন বর্ণগুলোকে কন্ঠ্য বর্ণ বলা হয়?
উঃ-ক, খ, গ, ঘ, ঙ এই পাঁচটি বর্ণকে কন্ঠ্য বর্ণ বলা হয়।
৬/তালব্য বর্ণ কোনগুলো?
উঃ-চ,ছ,জ,ঝ,ঞ।
৭/মূর্ধন্য বর্ণ কোনগুলো?
উঃ-ট,ঠ,ড,ঢ,ণ এগুলোকে মূর্ধন্য বর্ণ বলা হয়।
৮/দন্ত্যবর্ণ কোনগুলা?
উঃ- ত,থ,দ,ধ,ন।
৯/ওষ্ঠ্য বর্ণ কোনগুলোকে বলা হয়?
উঃ- প,ফ,ব,ভ,ম এই পাঁচটিকে ওষ্ঠ্য বর্ণ বলা হয়।
১০/নাসিক্যবর্ণ কয়টি?
উঃ- ৫ টি।
১১/নাসিক্যবর্ণ কোনগুলো?
উঃ- ঙ,ঞ,ণ,ন,ম ।
১২/পরাশ্রিত ব্যঞ্জনবর্ণ কয়টি?
উঃ- ৩ টি।
১৩/পরাশ্রিত ব্যঞ্জনবর্ণ কোনগুলো?
উঃ- ং , ঃ, ঁ।
১৪/মৌলিক স্বরধ্বনি কয়টি?
উঃ-৭ টি।
১৫/মৌলিক স্বরধ্বনিগুলো কী কী?
উঃ-অ,আ,ই,উ,এ,অ্যা,ও।
১৬/স্বরবর্ণে পূর্ণমাত্রা বিশিষ্ট বর্ণ কয়টি ও কী কী?
উঃ- ৬টি।যথা- অ,আ ,ই,ঈ,উ,ঊ।
১৭/স্বরবর্ণে মাত্রাহীন বর্ণ কয়টি ও কী কী?
উঃ- চারটি।যথা- এ,ঐ,ও,ঔ।
১৮/স্বরবর্ণে অর্ধমাত্রা বিশিষ্ট বর্ণ কয়টি ও কী কী?
উঃ- একটি।যথা- ঋ।
১৯/পঞ্চাশটি বর্ণে পূর্ণমাত্রা বিশিষ্ট বর্ণের সংখ্যা কয়টি?
উঃ- ৩২ টি।
২০/ব্যঞ্জনবর্ণে পূর্ণমাত্রা বিশিষ্ট বর্ণের সংখ্যা কয়টি?
উঃ- ২৬ টি।
২১/ব্যঞ্জনবর্ণে মাত্রাহীন বর্ণ কয়টি?
উঃ- ৬ টি।
২২/ব্যঞ্জনবর্ণে অর্ধমাত্রা বিশিষ্ট বর্ণের সংখ্যা কয়টি?
উঃ- ৭ টি।
২৩/ পঞ্চাশটি বর্ণে মাত্রাহীন বর্ণের সংখ্যা কত?
উঃ- ১০ টি।
২৪/ পঞ্চাশটি বর্ণে অর্ধমাত্রা বিশিষ্ট বর্ণের সংখ্যা কত?
উঃ- ৮ টি।
২৫/ ভাষার মূল উপাদান কী?
উঃ- বাক্য হলো ভাষার মূল উপাদান।
২৬/ 'কার' কাকে বলে?
উঃ- স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে "কার" বলে।
২৭/ ফলা কাকে বলে?
উঃ- ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে।
Comments
Post a Comment