এক ম্যাচে পাঁচ লাল কার্ড

লীগ ওয়ানের পিএসজি বনাম মার্শেই এর মধ্যকার ম্যাচে দুই দলের মোট পাঁচজন খেলোয়াড়কে লাল কার্ড দেখান রেফারি।তাছাড়া পিএসজিও ম্যাচটি হেরে যায় ১-০ গোলে।এ নিয়ে লীগে টানা দ্বিতীয় হারের স্বাদ পেলো পিএসজি। 

 নিজেদের প্রথম ম্যাচে করোনা ভাইরাসের কারনে দলের অধিকাংশ তারাকারা বাহিরে থাকলেও দ্বিতীয় ম্যাচে করোনামুক্ত হয়ে মাঠে ফিরেন নেইমার, ডি মারিয়া ও লিওনার্দো পারাদেস। নেইমাররা ফিরলেও ভাগ্য ফেরেনি পিএসজির।এনিয়ে টানা দ্বিতীয় ম্যাচে হারলো পিএসজি। পিএসজির বিপক্ষে ১-০ গোলে ম্যাচটি জিতে মার্শেই। ২০১১ সালের পর এই প্রথম পিএসজির বিপক্ষে জয় পায় তারা।উত্তেজনাপূর্ণ ম্যাচটিতে দু'দলই সমান তালে লড়াই চালিয়ে যায়।তবে ৩১তম মিনিটে ফ্লোরিয়ান থাভিনের একমাত্র গোলে এগিয়ে যায় মার্শেই। আর এ ব্যবধান ধরে রেখেই ম্যাচটি জিতে নেয় মার্শেই। অসংখ্য সুযোগ হারানো পিএসজিও পায় দ্বিতীয় হারের স্বাদ।পিএসজি প্রথম ম্যাচেও একই ব্যবধানে হারে।
খেলার একদম শেষ সময়ে একটা ফাউলকে কেন্দ্র করে দু'দলের খেলোয়াড়দের মধ্যেই ঝগড়া বেঁধে যায়।এতে পিএসজির ৩ জন এবং মার্শেইয়ের ২ জন মোট ৫ জনকে লাল কার্ড দেখান রেফারি।পিএসজির হয়ে লাল কার্ড দেখেন নেইমার, কুয়ারজা এবং লিওনার্দো পারাদেস। মার্শেইয়ের হয়ে লাল কার্ড দেখেন জর্ডান আমাভি ও দারিও বেনেদেত্ত।এ ম্যাচে লাল-হলুদ মিলে মোট ১৭ বার কার্ড উঁচিয়ে ধরতে হয়েছে রেফারিকে।

Comments