অবহেলা করলে পরবর্তীতে আফসোস করতে হয়।


অবহেলা খুবই কষ্টদায়ক একটা কাজ।এজন্য কাউকে তুচ্ছ করা,অপমান বা অবহেলা করা উচিত নয়।একটা মানুষ অপমানিত হলে সে ভিতরে ভিতরে অনেক কষ্ট পায়।অবহেলার মতো আঘাত আর হতে পারে না।আজ আপনি যাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করছেন হতে পারে কাল সে আপনার চেয়ে অনেক বড় কিছু হবে।আমরা কেউ জানিনা আগামীকাল কি হতে যাচ্ছে। কাজেই গরীব বলে কিংবা দেখতে অসুন্দর বলে কাউকে অবহেলা করা উচিত নয়।

আমরা অনেক সময় সঠিক মানুষকে কাছে পেয়েও মূল্য দিতে জানিনা।চলুন তেমন একটি কাহিনী বলি।একটি ছেলে একটি মেয়েকে অনেক বেশি ভালোবাসতো। তবে ছেলেটি ছিলো নিম্ম শ্রেণীর আর মেয়েটি ছিলো উচ্চ বংশের।তবে ভালোবাসার ক্ষেত্রে ধনী গরীবের কোনো ভেদাভেদ নেই এ চিন্তা মাথায় রেখে ছেলেটি একটি লাল গোলাপ নিয়ে মেয়েটির সামনে গিয়ে দাঁড়ায়।তারপর সে মেয়েটিকে তার মনের কথা বলে। সে তাকে ভালোবাসে এ কথা বলে মেয়েটিকে ফুলটি দেয়।কিন্তু ছেলেটি গরীব বলে মেয়েটি তার কাছ থেকে ফুলটি নিয়ে তার মুখের উপর ছুঁড়ে মারে সাথে তাকে অনেক অপমানমূলক কথা বলে।ছেলেটি মেয়েটির কাছ থেকে অবহেলা পেয়ে অপমানে ঘৃণায় সে নিজের বাড়ি ছেঁড়ে নিরুদ্দেশ হয়ে যায়।

প্রায় ১৫ বছর পর একটা রেস্টুরেন্টে আবার সেই মেয়েটির সাথে ছেলেটির দেখা হয়।এই ১৫ বছরে ছেলেটির অনেক পরিবর্তন হয়েছে।যাহোক দেখা হওয়ার পর দু'জনই দু'জনকে চিনতে পারে।তখন মেয়েটি ছেলেটিকে বলে আমি যদি সেদিন তোমার প্রস্তাবে রাজি হতাম তাহলে আমি আজ এতো সুখে থাকতে পারতাম না।তুমি জানো আমার স্বামী অনেক বড় চাকুরী করে মাসে এক লাখ টাকা বেতন।আমরা খুবই শান্তিতে জীবনযাপন করছি।একটু পরে মেয়েটির স্বামী আসে এসে ঐ ছেলেটিকে সালাম দেয় এবং তার স্ত্রীকে বলে উনিই আমার বস আজ এই রেস্টুরেন্টে একটা মিটিংয়ে যোগ দিতেই তিনি এসেছেন।স্বামীর মুখে একথা শুনে সে যেন আকাশ থেকে পড়লো। মনে মনে ভাবলো হায়! এ আমি কি করলাম সেদিন যদি আমি তার প্রস্তাবে রাজি হতাম তাহলে কতোই না সৌভাগ্য হতো আমার।

এজন্যই কখনো কাউকে অবহেলা করা উচিত নয়।কেননা আমরা জানিনা ভবিষ্যতে কার জন্য কি অপেক্ষা করছে।এমনও হতে পারে যাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করছেন সে আপনার চেয়েও অনেক বড় কিছু হবে।সুতরাং আমাদের উচিত কাউকে নিয়ে অবহেলা না করা।

Comments