মায়ের কারনে মেয়ের মৃত্যু

মা হলো সন্তানের জন্য পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ।তবে কিছু কিছু মা আছে যারা সন্তানের জন্য অভিশাপ।ঠিক তেমনই একটা  ঘটনার কথা বলতে যাচ্ছি যেখানে একটি মেয়ে তার মায়ের প্ররোচনায় আত্মহত্যা করে।

১৬ কিংবা ১৭ বছর বয়সে মেয়েটির বিয়ে হয়।যে পরিবারে মেয়েটির বিয়ে হয়েছে পরিবারটি খুবই ভালো,খুবই শান্তশিষ্ট।খুব সুখেই কাটছিলো মেয়েটির জীবন।তবে একসাথে থাকতে গেলে স্বামী -স্ত্রীর মাঝে সামান্য রাগ অভিমান কিংবা মনমালিন্য থাকতেই পারে সেটা স্বাভাবিক।একদিন মেয়েটির স্বামী যেকোনো কারনে মেয়েটিকে একটা থাপ্পড় মারে।যেহেতু মেয়েটির বয়স কম ততোটা বুদ্ধি এখনো হয়নি সেহেতু সে বিষয়টি তার মাকে জানায়।

মেয়েটি যখন তাকে মারার ঘটনাটা তার মাকে জানায়।তার মা সেইদিনই মেয়ের বাবাসহ আরো ২-৩ জন লোক নিয়ে ছেলের বাসায় উপস্থিত হয়।তিনি এসে পুরো বাড়িতে শোরগোল শুরু করে দেন।তিনি এ ছেলের সংসারে তার মেয়েকে রাখবেন না ইত্যাদি ইত্যাদি অনেক কথা বলেন।তিনি তার মেয়েকে আরো বলেন তুই মর তোর মরার পর আমি ওদের সাথে বুঝবো (ছেলে পক্ষের সাথে)।মেয়ের মা মেয়েকে নানাভাবে আত্মহত্যার জন্য প্ররোচিত করতে থাকে।তবে সেটা তিনি নিজের রাগের মাথায়ই হয়তো করেছেন।কেননা কেউ চায় না তার সন্তান আত্মহত্যা করুক।

যাহোক ঐদিন রাতে গ্রাম্য শালিসের মাধ্যমে ব্যাপারটা মোটামুটি মীমাংসা হয়।ঐ শালিসের মধ্যেই মেয়ের মার অতি আগ্রাসনের কারনে মেয়ের বাবা মেয়ের মার গায়ে হাত তোলে।তবে শেষমেশ তারা মেয়েকে তার শশুড় বাড়ি রেখে চলে যায়।তবে মেয়ের মা কত বড় খারাপ হলে  যাওয়ার সময় তার মেয়ের উদ্দেশ্যে বলে যায় তুই রাতের মধ্যে মরবি সকালে তোর লাশ নিয়ে এদের সাথে বোঝাপড়া করবো।উঠতি বয়সের তরুণী কাজেই তার মায়ের কথাগুলো হয়তো সে সহ্য করতে পারেনি।যার ফলে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে চিরতরে ঝুলে গেলো এবং দেহ থেকে উড়ে গেল প্রাণ নামক পাখিটি।

এরকম একটি তরতাজা প্রাণ শেষ হওয়ার জন্য অবশ্যই মেয়েটির মা দায়ী।সংসার করতে গেলে একটু আধটু ঝগড়া বিবাদ হতেই পারে।মেয়েটির মায়ের উচিত ছিলো মেয়েকে বুঝিয়ে শুনিয়ে রেখে যাওয়া।কিন্তু তিনি সেটা না করে উল্টা মেয়েকে উসকানি দিয়ে গেলেন যার ফলে সে আত্মহত্যার মতো পথ বেছে নিতেও দ্বিধাবোধ করেনি।কাজেই বিয়ে করার সময় টাকা পয়সা , সৌন্দর্য  না দেখে মেয়ের বংশ মর্যাদা,দ্বীনদারিতা কেমন আগে সেটা বাছাই করা উচিত।আর হ্যাঁ মেয়েকে বিয়ে করার আগে অবশ্যই মেয়ের মা কেমন সে ব্যাপারে  খোঁজ খবর নিবেন কেননা গাছ যদি ভালো না হয় তাহলে ভালো ফলও আশা করা যায় না।

Comments