বাংলাদেশের ভৌগলিক অবস্থান সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।

 ১)বাংলাদেশের মোট আয়তন কত?

উঃ-১,৪৭,৫৭০ বর্গ কিমি বা ৫৬,৯৭৭ বর্গমাইল।

২)আয়তনের দিক দিয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?

উঃ- ৯০তম।

৩)বাংলাদেশের মোট সীমানা কত?

উঃ-৫১৩৮ কিমি।

৪)বাংলাদেশের মোট জলসীমা কত?

উঃ-৭১১ কিমি।

৫)বাংলাদেশের মোট স্থলসীমা কত?

উঃ-৪,৪২৭ কিমি।

৬)বাংলাদেশের মোট সমুদ্রসীমা কত?

উঃ-১,১৮,৮১৩ বর্গ কিমি।

৭)বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত?

উঃ- ৭১১ কিমি।

৮)বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা কত?

উঃ-১২ নটিক্যাল মাইল।

৯)বাংলাদেশের সাথে কতটি দেশের সীমানা রয়েছে?

উঃ- ২ টি।

১০)বাংলাদেশের সঙ্গে কোন কোন দেশের সীমানা রয়েছে?

উঃ- ভারত ও মিয়ানমার।

১১)মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য কত?

উঃ-২৭১ কিমি।

১২)ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য কত?

উঃ-৪,১৫৬ কিমি।

১৩)ভারতের সাথে বাংলাদেশের জলসীমার দৈর্ঘ্য কত?

উঃ-১৮০ কিমি।

১৪)বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা কয়টি?

উঃ-৩২ টি।

১৫)ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টি?

উঃ- ৩০ টি।

১৬)বাংলাদেশের সাথে ভারতের সীমান্তবর্তী জেলা কয়টি?

উঃ- ১৫ টি।

১৭)বাংলাদেশের সাথে ভারতের সীমান্তবর্তী প্রদেশ কয়টি?

উঃ-৫ টি।

১৮)বাংলাদেশের সাথে ভারতের সীমান্তবর্তী প্রদেশগুলোর নাম কী?

উঃ-পশ্চিমবঙ্গ,মেঘালয়, আসাম,  ত্রিপুরা ও মিজোরাম।

১৯)বাংলাদেশের সাথে মিয়ানমারের সীমান্তবর্তী প্রদেশ কয়টি?

উঃ- ২ টি।

২০)বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের সীমান্তবর্তী প্রদেশগুলোর নাম কী?

উঃ-রাখাইন প্রদেশ এবং চিন প্রদেশ।

২১)মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টি এবং কী কী?

উঃ- ৩ টি।যথা-বান্দরবন,কক্সবাজার এবং রাঙামাটি।

২২)বাংলাদেশ - ভারত আন্তর্জাতিক সীমানার মধ্যে কতটি স্থানে অমীমাংসিত সীমানা রয়েছে?

উঃ-৩টি স্থানে।

২৩)বাংলাদেশ-ভারতকে বিভক্তকারী নদীর নাম কী?

উঃ-হাড়িয়াভাঙ্গা নদী।

২৪)বাংলাদেশ-মিয়ানমারকে বিভক্তকারী নদীর নাম কী?

উঃ-নাফ নদী।

২৫)পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ কোনটি?

উঃ-বাংলাদেশ।

২৬)বাংলাদেশের বৃহত্তম ব-দ্বীপ কোনটি?

উঃ-সুন্দরবন।

২৭)বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি?

উঃ-ভোলা।

২৮)ভারত-বাংলাদেশ সীমান্ত চুক্তি কখন স্বাক্ষরিত হয়?

উঃ-১৬ মে ১৯৭৪ সালে।

২৯)ভারত-বাংলাদেশ সীমান্ত চুক্তি কার্যকর হয় কখন?

উঃ- ১ আগস্ট ২০১৫ সালে।

৩০)বাংলাদেশের প্রকৃতির রাণী বলা হয় কোন জেলাকে?

উঃ-খাগড়াছড়ি।

Comments