করোনায় আক্রান্ত নেইমার


পিএসজির দুই আর্জেন্টাইন তারকা ডি মারিয়া ও লিওনার্দো পারাদেসের পর ব্রাজিলীয়ান সুপারস্টার নেইমারেরও COVID19 পজিটিভ হয়েছে।

কিছুদিন আগে চ্যাম্পিয়নস লীগ ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে হারার পর ছুটি কাটানোর জন্য স্পেনের ইবিজা দ্বীপে ঘুরতে যান নেইমার, ডি মারিয়া, পারাদেস, আন্দ্রেস হেরারা, নাভাস ও ইকার্দি।তবে করোনার লক্ষন নিয়ে ডি মারিয়া এবং পারাদেেসে ক্যাম্পে ফিরে আসলে পরীক্ষায় তাদের করোনা পজিটিভ আসে।তাদেরকে আইসোলেশনে রাখা হয়েছে।

এদিকে আজ জানা যায় যে করোনা টেষ্টে নেইমারেরও পজিটিভ এসেছে। আগামী ১০ সেপ্টেম্বর পিএসজি লীগ ওয়ানে তাদের প্রথম ম্যাচ খেলার কথা ছিলো। তবে লীগ ওয়ান কর্তৃপক্ষ আগেই ঘোষণা দিয়ে রেখেছে কোনো দলের চারজন খেলোয়াড় যদি করোনায় আক্রান্ত হয় তাহলে সে দলের খেলা স্থগিত রাখা হবে।এখন দেখার বিষয় ইবিজে ঘুরতে যাওয়া বাকিদের টেষ্টে কি রেজাল্ট আসে।

একদিকে চ্যাম্পিয়নস লীগের ফাইনালে হেরে দলটি শোকের মধ্যে আছে তার উপর দলের প্রধাণ প্রধাণ খেলোয়াড়দের করোনা পজিটিভ হওয়াতে আরো হতাশ দলটির সমর্থকরা।তবে নেইমারের করোনা পজিটিভ এ সংবাদে ভেঙে পড়েছে নেইমারের কোটি কোটি ভক্ত।সবার একটাই চাওয়া দ্রুত সুস্হ হয়ে আবারো মাঠে ফিরে আসুক তাদের প্রিয় খেলোয়াড়টি।

Comments