উঃ- Prefix.
২/ উপসর্গ কত প্রকার ও কী কী?
উঃ- উপসর্গ ৩ প্রকার।যথা- খাঁটি বাংলা,তৎসম ও বিদেশি উপসর্গ।
৩/ খাঁটি বাংলা উপসর্গ কয়টি?
উঃ- ২১ টি।
৪/ খাঁটি বাংলা উপসর্গগুলো কী কী লেখ?
উঃ-অ,অঘা,অজ,অনা,আ,আড়,আন,আব,ইতি,উন,কদ্,কু,নি,পাতি,বি,ভর,রাম,স,সা,সু,হা।
৫/তৎসম উপসর্গ কয়টি ও কী কী?
উঃ- তৎসম উপসর্গ মোট ২০ টি।যথা-
প্র,পরা,অপ,সম,নি,অব,অনু,নির,দুর,বি,অধি,সু,উৎ,পরি,প্রতি,অপি,উপ,অভি,অতি,আ।
৬/প্রাতিপদিক কাকে বলে?
উঃ- বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপদিক বলে।যেমন: মা, হাত ইত্যাদি।
৭/সমাস শব্দের অর্থ কী?
উঃ- সমাস শব্দের অর্থ সংক্ষেপ।
৮/সমাস সাধারণত কত প্রকার ও কী কী?
উঃছয় প্রকার।যথা- অব্যয়ীভাব সমাস,কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস,দ্বন্দ্ব সমাস,বহুব্রীহি সমাস ও দ্বিগু সমাস ।
৯/উৎপত্তিগত দিক থেকে বাংলা ভাষার শব্দগুলো কয়ভাগে বিভক্ত এবং কী কী?
উঃ ৫ ভাগে বিভক্ত। যথা- তৎসম, অর্ধতৎসম,তদ্ভব, দেশি এবং বিদেশি শব্দ।
১০/গঠনগত দিক থেকে বাংলা শব্দাবলী কয় ভাগে বিভক্ত এবং কী কী?
উঃ- ২ ভাগে বিভক্ত। যথা- মৌলিক ও সাধিত শব্দ।
১১/অর্থের দিক থেকে বাংলা শব্দ কয় ভাগে বিভক্ত এবং কী কী।
উ:- তিন ভাগে বিভক্ত। যথা- যৌগিক শব্দ, রূঢ় বা রূঢ়ি শব্দ এবং যোগরূঢ় শব্দ।
১২/পদ কাকে বলে?
উঃ- বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে।
১৩/ পদ প্রধাণত কত প্রকার ও কী কী।
উঃ- ২ প্রকার।যথা- নামপদ ও ক্রিয়াপদ।
১৪/ ভাষার প্রাণ কোনটি?
উঃ- অর্থবোধক বাক্য।
১৫/ বাক্য কত প্রকার ও কী কী?
উঃ- বাক্য তিন প্রকার।যথা- সরল,মিশ্র বা জটিল এবং যৌগিক বাক্য।
Comments
Post a Comment