বার্সেলোনার সাথে ছয় বছরের সম্পর্ক ছিন্ন করে আতলেটিকো মাদ্রিদে জোগ দেয়া উরুগুয়ান ফরোয়ার্ড সুয়ারেজের অভিষেকটা হলো দুর্দান্ত।লা লীগায় নিজেদের প্রথম ম্যাচে রবিবার রাতে গ্রানাডার বিপক্ষে মাঠে নামে আতলেটিকো।ম্যাচটি আতলেটিকো জেতে ৬-১ গোলে।
ম্যাচের ৭১তম মিনিটে আতলেটিকো কোচ দিয়াগো সিওমনে সুয়ারেজকে মাঠে নামান।সুয়ারেজ যখন মাঠে নামে দল তখন ৩-০ গোলে এগিয়ে।মাত্র ১৯ মিনিট খেলে তিনটি গোলে অবদান রাখেন সুয়ারেজ। নিজে করেন জোড়া গোল আর একটি গোলে সহায়তা করেন।মাঠে নামার এক মিনিটের মধ্যে আরেক বদলি মার্কোস ইয়োরেন্তেকে দিয়ে গোল করান সুয়ারেস।
নিজের অভিষেক ম্যাচটা স্মরণীয় করার জন্য শেষ সময়টাই বেছে নিলেন সুয়ারেজ।৮৫তম মিনিটে ইয়োরেন্তেনের কাছ থেকে বল পেয়ে হেডে নিজের প্রথম গোলটি করেন সুয়ারেজ। সুয়ারেজের দ্বিতীয় গোলেও সে অবদান রাখে।৯০তম মিনিটে ইয়োরেন্তেনের কাছ থেকে বল পেয়ে শট নেন সুয়ারেজ তবে পোস্টে লেগে বল ফিরে আসে এবং দ্বিতীয় প্রচেষ্টায় বল জালে জড়ান তিনি।
Comments
Post a Comment