@ এক কথায় প্রকাশ@
১/২৫ বছর পূর্ণ হওয়ার উৎসবকে এক কথায় কি বলে?
=রজত জয়ন্তী।
২/ ৫০ বছর পূর্ণ হওয়ার উৎসবকে এক কথায় কি বলে?
=সুবর্ণ জয়ন্তী।
৩/৬০ বছর পূর্ণ হওয়ার উৎসবকে এককথায় কি বলে?
=হীরক জয়ন্তী।
৪/একশত পঞ্চাশ বছর পূর্ণ হওয়ার উৎসবকে এককথায় কি বলা হয়?
=সার্ধশতবর্ষ।
৫/হনন করার ইচ্ছা । এককথায় কি হবে?
=জিঘাংসা।
৬/লাভ করার ইচ্ছা । এককথায় কি হবে?
=লিপ্সা।
৭/যে নারীর সহবাসে মৃত্যু হয় তাকে এককথায় কি বলে?
=বিষকন্যকা।
৮/ যে নারী সূর্যকে দেখে না এককথায় কি হবে?
=অসূর্যম্পশ্যা ।
৯/যে নারী একবার সন্তান প্রসব করেছে তাকে এককথায় কি বলে?
=কাকবন্ধ্যা।
১০/যে নারীর স্বামী ও পুত্র মৃত তাকে এককথায় কি বলে?
=অবীরা।
১১/যে নারীর বিয়ে হয়েছে তাকে এককথায় কি বলে?
=ঊঢ়া।
১২/যে নারী বীর সন্তান প্রসব করে তাকে এক কথায় কি বলে?
=বীরপ্রসূ।
১৩/যে নারীর সম্প্রতি বিয়ে হয়েছে তাকে এককথায় কি বলে?
=নবোঢ়া।
১৪/যে নারীর বিয়ে হয় না তাকে এককথায় কি বলে?
=অনূঢ়া।
১৫/যে নারীর সন্তান বাঁচে না তাকে কি বলে?
=মৃতবৎসা।
১৬/যে নারীর সন্তান হয় না তাকে এককথায় কি বলে?
=বন্ধ্যা।
১৭/যে বৃক্ষের ফল হয় কিন্তু ফুল হয় না তাকে এককথায় কি বলে?
=বনস্পতি।
১৮/যা পূর্বে কখনোই হয়নি। এককথায় কি হবে?
=অভূতপূর্ব।
১৯/যা পূর্বে ছিলো এখন নেই ।এককথায় কি হবে?
=ভূতপূর্ব।
২০/যা পূর্বে দেখা যায় নি। এককথায় কি হবে?
=অদৃষ্টপূর্ব।
২১/যা কষ্টে লাভ করা যায়। এককথায় কি হবে?
=দুর্লভ।
২২/যা কষ্টে জয় করা যায়। এককথায় কি হবে?
= দুর্জয়।
২৩/যা বলা হয় নি। এককথায় কি হবে?
=অনুক্ত।
২৪/যা প্রকাশ করা হয় নি।এককথায় কি হবে?
=অব্যক্ত।
২৫/যা বলার যোগ্য নয়।এককথায় কি হবে?
=অকথ্য।
২৬/ইতিহাস রচনা করেন যিনি তাকে এককথায় প্রকাশ করলে কি হবে?
=ঐতিহাসিক।
২৭/ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি তাকে এককথায় কি বলা হয়?
= ইতিহাসবেত্তা।
২৮/উপকারীর উপকার স্বীকার করে যে তাকে এককথায় কি বলে?
=কৃতজ্ঞ।
২৯/উপকারীর উপকার স্বীকার করে না যে তাকে এককথায় কি বলে?
=অকৃতজ্ঞ।
৩০/উপকারীর অপকার করে যে। এককথায় কি হবে?
=কৃতঘ্ন।
৩১/ফল পাকলে যে গাছ মরে যায়।
=ঔষধি।
৩২/নষ্ট হওয়া স্বভাব যার।এককথায় কি হবে?
= নশ্বর।
৩৩/বেশি কথা বলে যে।
=বাচাল।
৩৪/জীবিত থেকেও যে মৃত তাকে এককথায় কি বলে?
=জীবন্মৃত।
৩৫/যে নারী স্বয়ং পতি বরণ করে তাকে কি বলে?
=স্বয়ংবরা।
Comments
Post a Comment