বড় জয়ে বাছাই পর্ব শুরু ব্রাজিলের


আজ সকালে ব্রাজিলের মাঠ সাও পাওলোতে বলিভিয়াকে ৫-০ গোলে হারিয়ে ফিফা বিশ্বকাপ ২০২২ এর বাছাই পর্বে শুভসূচনাকরলো পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।দলের হয়ে জোড়া গোল করেন ফিরমিনো।একটি করে গোল করেন মার্কুইনেস এবং কৌতিনিয়ো বাকি গোলটি আত্মঘাতী।
শুরুতে নেইমারকে নিয়ে শঙ্কা থাকলেও সব শঙ্কা উড়িয়ে দিয়ে শুরু থেকেই মাঠে ছিলেন নেইমার।নেইমার গোল না পেলেও দুর্দান্ত খেলেন পুরোটা সময় ধরে এবং দুইটি গোলে সহায়তা করেন।

শুরু থেকে শেষ পর্যন্ত আক্রমনাত্মক ফুটবল উপহার দেয়া ব্রাজিল প্রথম মিনিটেই এগিয়ে যেতে পারতো তবে এভারটনের শট লক্ষ্যে না থাকায় এ পর্যায়ে বেঁচে যায় বলিভিয়া।খেলার তৃতীয় মিনিটের সময়ে মার্কুইনেসের হেড পোস্ট ঘেষে বাহিরে গেলে আবারো হতাশ হতে হয় ব্রাজিলকে।তবে খেলার ষোলতম মিনিটে মার্কুইনেসের গোলেই এগিয়ে যায় ব্রাজিল।দানিলোর পাস থেকে হেডে বল জালে পাঠান মার্কুইনেস।একের পর এক আক্রমণ চালিয়ে যাওয়া ব্রাজিল প্রথমার্ধের ত্রিশতম মিনিটে ফিরমিনোর গোলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায়।


দ্বিতীয়ার্ধের শুরুতে আবারো ফিরমিনোর গোলে এগিয়ে যায় ব্রাজিল।নেইমারের কাছ থেকে বল পেয়ে টোকায় বল জালে পাঠিয়ে দেন ফিরমিনো। তবে এতেই ব্রাজিলের গোল বন্যা থামেনি।এরপরও আরো দুই বার বল জালে পাঠায় ব্রাজিল।এর মধ্যে একটি গোল আত্মঘাতী এবং বাকিটি করেন কৌতিনিয়ো ৭৩তম মিনিটে নেইমারের কাছ থেকে বল পেয়ে জোড়ালো হেডে বল জালে পাঠান কৌতিনিয়ো।আর শেষ পর্যন্ত এ ব্যবধান ধরে রেখে ৫-০ গোলের জয় তুলে নেয় ব্রাজিল।

নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী বুধবার সকালে পেরুর মুখোমুখি হবে ব্রাজিল।আর মঙ্গলবার আর্জেন্টিনার মুখোমুখি হবে বলিভিয়া।

Comments