খেলা শুরুর পাঁচ মিনিটের মাথায়ই এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ।করিম বেনজেমার সহায়তায় গোলটি করেন ভালভার্দে।তবে এগিয়ে যাওয়ার স্বস্তি বেশিক্ষণ থাকেনি রিয়ালের।খেলার অষ্টম মিনিটের সময়ই আনসু ফাতির গোলে সমতায় ফিরে বার্সেলোনা।জর্দি আলবা বাম দিক দিয়ে আক্রমনে উঠে ডিবক্সে বল বাড়ালে নিখুঁত শটে বল জালে জড়ান আনসু ফাতি।এরপর দু'দলই আক্রমণ পাল্টা আক্রমণ চালিয়ে যেতে থাকে তবে প্রথমার্ধে আর কেউই গোলের দেখা পায় না।
বিরতির পর আবারো এগিয়ে যায় রিয়াল।তেষট্টিতম মিনিটে পেনাল্টি থেকে গোলটি করেন রামোস।ডিবক্সের মধ্যে রামোসের জার্সি টেনে তাকে ফেলে দেওয়ায় রেফারি VAR এর সহায়তায় পেনাল্টির নির্দেশ দেন।বার্সা গোলকিপার নেতো বলের দিকে ঝাঁপিয়ে পড়লেও বলের নাগাল পাননি।গোল খাওয়ার পর সমতায় ফেরার জন্য একের পর এক আক্রমন করতে থাকে বার্সা তবে রিয়ালও কাউন্টার অ্যাটাক করতে ভুলে নি। ৮৩ এবং ৮৪তম মিনিটে রিয়ালের দুইটি আক্রমন থেকে দলকে রক্ষা করেন নেতো।রামোসের শট ফিরিয়ে দেয়ার পর ফিরতি শটও ঠেকিয়ে দেন বার্সা গোলরক্ষক। তবে দলকে শেষ রক্ষা করতে পারেন নি পুরো ম্যাচ জুড়ে দারুন কয়েকটি সেভ করা বার্সা গোলরক্ষক নেতো।৯০তম মিনিটে বার্সার কফিনে শেষ পেরাকটি ডুকিয়ে দেন বদলি নামা লুকা মদ্রিচ।ডিবক্সের ভিতরে বল ঠেকানোর জন্য গোলবার ছেড়ে অনেকটাই এগিয়ে আসেন নেতো। রদ্রিগোর কাছ থেকে বল চলে যায় লুকা মদ্রিচের কাছে ঠান্ডা মাথায় গোলকিপারকে কাটিয়ে বল জালে পাঠিয়ে দেন।এরই সাথে বড় জয় নিশ্চিত হয়ে যায় রিয়াল মাদ্রিদের।
Comments
Post a Comment