বিশ্বনবী হযরত মুহাম্মদ (সঃ) আমাদের হৃদয়ের স্পন্দন।

হযরত মুহাম্মদ (সঃ) হলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব এবং সর্বশ্রেষ্ঠ নবী।হযরত মুহাম্মদ (সঃ)হলেন সকল মুসলমানদের হৃদয়ের স্পন্দন। কেউ তাঁকে নিয়ে বাজে মন্তব্য করলে বা ব্যঙ্গচিত্র তৈরী করলে কোনো মুসলমানের পক্ষে সেটা সহ্য করা সম্ভব না।মুহাম্মদ (সঃ) এর শানে কেউ বেয়াদবি করলে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়।যারাই মুহাম্মদ (সঃ) এর শানে বেয়াদবি করেছে তাদের শেষ পরিণতি হয়েছে খুবই ভয়াবহ।তবে কিছুদিন আগে ফ্রান্সের ম্যাগাজিন শার্লি হেবদো বিশ্বনবী হযরত মুহাম্মদ (সঃ) কে নিয়ে কার্টুন প্রকাশ করে।যা দেখে মুসলিম দেশগুলো ক্ষোভে ফেটে পড়ে।কত বড় জারজ হলে  রাসূল (সঃ) কে অবমাননা করতে পারে।যেই নবীকে সৃষ্টি করা না হলে আসমান -জমীনের কিছুই সৃষ্টি করা হতে না সেই নবীকে নিয়ে জানোয়ারের বাচ্চারা ব্যঙ্গচিত্র তৈরী করে।তবে তাদের যেনে রাখা উচিত যারা মহান আল্লাহ তায়ালার বন্ধুর শানে বেয়াদবি করবে তাদের ধ্বংস এবং শাস্তি অবধারিত।

হযরত মুহাম্মদ (সঃ) হলেন এমন একজন মহামানব যার ছোঁয়াতে গোটা পৃথিবী আলোকিত হয়েছিল।মহান আল্লাহ তায়ালা তাঁকে এমন একটা সময়ে পৃথিবীতে পাঠিয়েছিলেন যখন পুরো পৃথিবীর মানুষ অন্ধকারে ডুবে ছিলো।তিনি আলোর দিশারি হয়ে এ পৃথিবীতে আগমন করেন এবং পৃথিবীটাকে আলোকিত করে তোলেন।তাঁর আগমনে এ পৃথিবী ধন্য হয়ে যায়।হযরত মুহাম্মদ (সঃ) শুধু মুসলমানদের জন্য নয় বরং সকল মানুষের জন্য উত্তম আদর্শ।মুহাম্মদ (সঃ) হলেন ২০০ কোটি মুসলমানের কলিজা।যদি কেউ তাঁকে নিয়ে বাজে মন্তব্য করে মুসলমানরা সেসব জানোয়ারের কলিজা ছিড়ে কুকুরকে খাওয়াবে।যেই রাসূলের কুদরতি শরীরে একটা মাছি পর্যন্ত বসেনি সেই রাসূলকে নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে আমরা তাদের জিহ্বা টেনে ছিড়ে ফেলবো।

ফ্রান্স কর্তৃক রাসূল (স:)কে নিয়ে ব্যঙ্গচিত্র তৈরীর প্রতিবাদে সারাবিশ্বের মুসলমানরা এখন একত্রিত হয়েছে।মুসলিম দেশগুলোতে চলছে ফ্রান্সের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ।বিশ্বের মুসলিম দেশগুলো এরই মধ্যে তাদের দেশ থেকে ফ্রান্সের পণ্যাদি বয়কট করা শুরু করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেজবুকেও চলছে ফ্রান্সের বিরুদ্ধে প্রতিবাদ।নবী প্রেমী মুসলমানরা ফেজবুক পোস্টের মাধ্যমে ফ্রান্সকে বয়কটের প্রচারণা চালাচ্ছে।

বাংলাদেশ একটি মুসলিম দেশ।আর এ দেশের মুসলমানরা তাদের হৃদয়ের স্পন্দন হযরত মুহাম্মদ (সঃ) এর মর্যাদা সমুন্নত রাখতে জীবন দিতেও প্রস্তুত।ফ্রান্সে রাসূলকে নিয়ে অপমানমূলক চিত্র প্রকাশের পর থেকেই এ দেশের নবী প্রেমি মুসলমানরা দেশের সর্বত্র জুড়ে প্রতিবাদ মিছিল করছে।

প্রিয় নবী হযরত মুহাম্মদ (সঃ) হলেন সকল মুসলমানদের হৃদয়ের স্পন্দন।কাজেই তাঁর মর্যাদা সমুন্নত রাখতে আমরা আমাদের জীবন দিতেও প্রস্তুত।যারা আমাদের প্রিয় রাসূলকে অপমান করবে আমরা তাদেরকে আল্লাহর এ জমিন থেকে নিশ্চিহ্ন করে দিবো।এখন প্রতিটা মুসলমানের উচিত ফ্রান্সের বিরুদ্ধে মাঠে নামা এবং প্রিয় নবীজির মর্যাদা রক্ষার্থে কাজ করা।

"প্রিয় নবীর অবমাননা করবে যারা,তাদের জিহ্বা ছিড়বো আমরা।বিশ্ব মুসলিম সবাই এক হও।নবীর প্রেমে জীবন দেও।"

 Written by Md. Abdul Aziz

Comments