বাংলাদেশ বিষয়াবলি নিয়ে খুবই গুরুত্বপূর্ণ ৫০টি প্রশ্ন ও উত্তর

১)প্রকৃতির রানি বলা হয় কোন জেলা কে?
উঃ-খাগড়াছড়িকে।
২)হিমালয়ের কন্যা বলা হয় কোন জেলা কে?
উঃ-পঞ্চগড়কে।
৩)পাহাড়ি কন্যা হিসেবে পরিচিত কোন জেলা?
উঃ-বান্দরবান।
৪)মসজিদের শহর কোনটি?
উঃ- ঢাকা।
৫)রিক্সার নগরী কোনটি?
উঃ- ঢাকা।
৬)বাংলার শস্যভাণ্ডার বলা হয় কোন জেলা কে?
উঃ-বরিশাল।
৭)বাংলাদেশের রুটির ঝুড়ি বলা হয় কোন জেলা কে?
উঃ-দিনাজপুর।
৮)বাংলার ভেনিস কোনটি?
উঃ- বরিশাল।
৯)লালমাই পাহাড় কোথায় অবস্থিত?
উঃ- কুমিল্লা জেলায়।
১০)বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত?
উঃ-মধুপুর এবং ভাওয়ালের বনভূমি।
১১)লালমাই পাহাড়ের আয়তন কত?
উঃ-৩৪ বর্গ কিমি।
১২)বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি?
উঃ- সেন্টমার্টিন।
১৩)দক্ষিণ তালপট্টি দ্বীপের ভারতীয় নাম কি?
উঃ-পূর্বাশা বা নিউমুর দ্বীপ।
১৪)ভারতের ভিতরে বাংলাদেশের কতটি ছিটমহল ছিলো?
উঃ-৫১ টি।
১৫)বাংলাদেশের ভিতরে ভারতের কতটি ছিটমহল ছিলো?
উঃ-১১১টি।
১৬)চন্দ্রনাথ পাহাড় কোথায় অবস্থিত?
উঃ-চট্রগ্রামের সীতাকুণ্ডে।
১৭)চন্দ্রনাথ পাহাড় কেনো বিখ্যাত?
উঃ- হিন্দুদের তীর্থস্থানের জন্য।
১৮)বাংলাদেশের কোথায় গরম পানির ঝর্ণা রয়েছে?
উঃ- চট্রগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে।
১৯)বাংলাদেশের কোথায় শীতল পানির ঝর্ণা আছে?
উঃ- কক্সবাজারের হিমছড়ি পাহাড়ে।
২০)বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় কোনটি?
উঃ- গারো পাহাড়।
২১)গারো পাহাড় কোথায় অবস্থিত?
উঃ- ময়মনসিংহ জেলায়।
২২)বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি?
উঃ- তাজিংডং/বিজয়।
২৩)তাজিংডং বা বিজয় পর্বতশৃঙ্গের উচ্চতা কত?
উঃ- ১২৮০ মিটার।
২৪)বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি এবং এর উচ্চতা কত?
উঃ-কেওক্রোডং।উচ্চতা ১২৩০ মিটার।
২৫)বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ তাজিংডং কোথায় অবস্থিত?
উঃ-বান্দরবান জেলায়।
২৬)বাংলাদেশের সর্ব পশ্চিমে অবস্থিত জেলা কোনটি?
উঃ-চাঁপাইনবাবগঞ্জ।
২৭)বাংলাদেশের সর্ব পূর্বের জেলা কোনটি?
উঃ-বান্দরবান।
২৮)বাংলাদেশের সর্ব দক্ষিণের জেলা কোনটি?
উঃ-কক্সবাজার।
২৯)বাংলাদেশের সর্ব উত্তরের জেলা কোনটি?
উঃ-পঞ্চগড়।
৩০)বাংলাদেশের সর্ব পশ্চিমের উপজেলা কোনটি?
উঃ-শিবগঞ্জ।
৩১)বাংলাদেশের সর্ব দক্ষিণে অবস্থিত  উপজেলা কোনটি?
উঃ-টেকনাফ।
৩২)বাংলাদেশের সর্ব উত্তরে অবস্থিত উপজেলা কোনটি?
উঃ- তেঁতুলিয়া।
৩৩)বাংলাদেশের সর্ব পূর্বের উপজেলা কোনটি?
উঃ-ধানচি।
৩৪)দুবলার চর কোথায় অবস্থিত?
উঃ- সুন্দরবনের দক্ষিণে অবস্থিত।
৩৫)চর মানিক ও চর জব্বার কোন জেলায় অবস্থিত?
উঃ- ভোলা জেলায়।
৩৬)মহুরীর চর কোথায় অবস্থিত?
উঃ-ফেনী জেলায়।
৩৭)জ্যাকব টাওয়ার কোথায় অবস্হিত?
উঃ- ভোলার চরফ্যাশনে।
৩৮)জ্যাকব টাওয়ারের উচ্চতা কত?
উঃ- ২২৫ ফুট।
৩৯)চর কুকড়ি মুকড়ি ও চর নিউটন কোথায় অবস্থিত?
উঃ- ভোলা জেলার চরফ্যাশনে।
৪০)বাংলাদেশের বৃহত্তম বিলের নাম কী?
উঃ- চলনবিল।
৪১)চলনবিল কোথায় অবস্হিত?
উঃ- পাবনা ও নাটোর জেলায়।
৪২)তামাবিল কোথায় অবস্থিত?
উঃ- সিলেট জেলায়।
৪৩)বাংলাদেশের কোন জেলায় হাওরের সংখ্যা বেশি?
উঃ- সুনামগঞ্জে।
৪৪)বাংলাদেশের সর্ববৃহৎ হাওর কোনটি?
উঃ- হাকালুকি হাওর।
৪৫)হাকালুকি হাওর কোথায় অবস্থিত?
উঃ-সিলেট ও মৌলভীবাজার জেলায়।
৪৬)বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম হাওর কোনটি?
উঃ- টাঙ্গুয়ার হাওর।
৪৭)টাঙ্গুয়ার হাওর কোথায় অবস্থিত?
উঃ- সুনামগঞ্জে।
৪৮)বাংলাদেশের বিখ্যাত জলপ্রপাত কোনটি?
উঃ-মাধবকুন্ডু জলপ্রপাত।
৪৯)মাধবকুন্ডু জলপ্রপাত কোথায় অবস্হিত?
উঃ- মৌলভীবাজার জেলার বড়লেখায়।
৫০)বাংলাদেশের কোন জেলায় নিচু ভূমির পরিমাণ সবচেয়ে বেশি?
উঃ-কিশোরগঞ্জ জেলায়।

Comments