মহান আল্লাহ তায়ালা আসমান জমিনের সমস্তকিছু সৃষ্টি করেছেন।মানবজাতিকে সৃষ্টি করে পৃথিবীতে প্রেরণ করেছেন এবং ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম হিসেবে মনোনীত করেছেন।যেমন আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে বলেছেন -"নিশ্চয়ই আমার নিকট একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম"।আল্লাহ তায়ালা আরো বলেছেন "যদি কেউ ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্মের অন্বেষণ করে তার থেকে তা গ্রহণ করা হবে না"।অর্থাৎ যদি কেউ ইসলাম ব্যতীত অন্য ধর্মের অনুসরণ করে তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে।
ইসলাম এমন একটি ধর্ম যেটাতে রয়েছে কল্যান এবং শান্তি।ইসলামের ছায়াতলে আসলে দুনিয়াতেও শান্তি পাওয়া যাবে এবং পরকালেও চিরস্থায়ী শান্তি লাভ করা যাবে।ইসলামে কঠিন বলতে কিছু নেই।যেহেতু ইসলাম একটি শান্তির ধর্ম সেহেতু ইসলামে এমন কোনো বিধান নেই যেটা মানুষের জন্য পালন করতে কষ্টকর হবে।
আল্লাহ তায়ালা ইসলামকে মনোনীত করে ইসলাম কিভাবে চলবে তার জন্য পবিত্র গ্রন্থ আল কুরআন অবতীর্ণ করেছেন।কুরআর হলো মুসলমানদের সংবিধান।একটা রাষ্ট্র যেমর পরিচালিত হয় সংবিধান দিয়ে তেমনি ইসলামটা পরিচালিত হয় আল কুরআন নামক সংবিধান দিয়ে। মানুষ কিভাবে জীবন পরিচালনা করবে , রাষ্ট্র পরিচালনা করবে, সমাজ ব্যবস্হা কিভাবে চলবে,অর্থনৈতিকসহ মানুষের দৈনন্দিন জীবন পরিচালনার সকল বিধান ইসলামে রয়েছে।ইসলাম সাম্যের ধর্ম।ইসলামে ধনী-গরীব, সাদা-কালো কোনো ভেদাভেদ নেই।ইসলামের মতো এমন উদার ধর্ম পৃথিবীতে আর নেই যেখানে ধনী-গরীব, সাদা-কালো, আমীর-ফকির সবাই একই লাইনে সারিবদ্ধ হয়ে নামায আদায় করে।ইসলামের চোখে ধনী-গরীব, সাদা-কালো সবাই এক। কেননা সবাই আল্লাহর সৃষ্টি। আল্লাহ যাকে ইচ্ছা রাজত্ব দেন এবং যার কাছ থেকে ইচ্ছা রাজত্ব ছিঁনিয়ে নেন।
ইসলামই একমাত্র ধর্ম যেখানে ধনীদের সম্পদে গরীবের হক রয়েছে।আল্লাহ তায়ালা যাকাতের বিধান দিয়েছেন যেখানে আল্লাহ তায়ালা ধনীদের সম্পদের একটা অংশ গরীবকে দেয়ার নির্দেশ দিয়েছেন।আর যদি কেউ সে নির্দেশ অমান্য করে তার জন্য রয়েছে কঠিন শাস্তি।
ইসলাম এমন একটি ধর্ম যেটা সম্পর্কে লিখতে গেলে যুগের পর যুগ বছরের পর বছর চলে যাবে তবুও ইসলামের বর্ণনা লিখে শেষ করা যাবে না।ইসলাম মহানুভাবতার ধর্ম।ইসলামে হিংস্রতা বলতে কিছু নেই।ইসলাম শান্তির ধর্ম। ইসলাম বিশৃঙ্খলাকে সমর্থন করে না।ইসলামই পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম।তাই আসুন আমরা ইসলামের মতো শ্রেষ্ঠ ধর্মের ছায়াতলে এসে দুনিয়া এবং আখিরাতের কল্যান এবং শান্তি অর্জন করি।আর একটা কথা- Islam is not only a religion but also a complete code of life.
Comments
Post a Comment