ভালোবাসা দিবসে গাছের ডালে যুবকের......

ভালোবাসা দিবসে গাছের ডালে মিললো যুবকের লাশ।গতকাল ১৪ ফেব্রুয়ারি, ভালোবাসা দিবসে এক তরুনের লাশ পাওয়া গেলো গাছের ডালে।ঘটনাটি ঘটেছে ভোলার বোরহানউদ্দিনের শান্তিরহাট বাজারের উত্তর পাশে কবিরাজ বাড়ির কাছে।

১৪ ফেব্রুয়ারি সকালবেলা একটি লোক রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতে পান যে গাছের আগায় একটি লাশ ঝুলতেছে।পরবর্তীতে চারদিকে এ খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে মানুষের ঢল নেমে আসে।আত্মহত্যাকারী ব্যক্তির নাম মোঃ হাকিম (২০)।তার পিতার নাম মোঃ সফিজল।হাকিম চার ভাই-বোনের মধ্যে সবার ছোট।

আত্মহত্যার মূল কারন কি সেটা নির্দিষ্ট করে জানা যায় নি। তবে লোকমুখে শুনে জানা যায় যে প্রেমঘটিত কারনেই হয়তো এ আত্মহত্যা।আরো জানা যায় আঃ হাকিম একই এলাকার মেয়ে যার নাম রাজিয়া বেগম তার সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে।হয়তো তার সাথে কোনো বিষয়ে মনোমালিন্যই হতে পারে এই রহস্যময় আত্মহত্যার মূল কারন।

গাছের ডালে লাশ ঝুলতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।দীর্ঘক্ষণ গাছের ডালে লাশ ঝুলে থাকার পর পুলিশ এসে গাছ থেকে লাশ নামানোর ব্যবস্থা করেন।পরবর্তীতে পোস্টমর্টেম এর জন্য লাশ  মর্গে নিয়ে যাওয়া হয়।পোস্টমর্টেম শেষে নিজ এলাকাতেই আঃ হাকিমের লাশ দাফন করা হয়।

Comments

Post a Comment