বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে খুঁটিনাটি ......

 ১) কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেন?
উঃ- ১৮৯৯ সালে।
)কাজী নজরুলের প্রথম প্রকাশিত  লেখা কোনটি?
উঃ-বাউন্ডেলের আত্মকাহিনী।
৩) কাজী নজরুলের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি?
উঃ- ব্যথার দান।
৪) কাজী নজরুলের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
উঃ- অগ্নিবীণা।
৫) কাজী নজরুলের অগ্নিবীণা কাব্যগ্রন্থটি কবে প্রকাশিত হয়?
উঃ- ১৯২২ সালে।
৬)কাজী নজরুলের 'বিদ্রোহী' কবিতাটি কবে প্রকাশিত হয়?
উঃ- ১৯২১ সালে।
৭)কাজী নজরুলের প্রথম উপন্যাস কোনটি?
উঃ- বাঁধনহারা।
৮) 'কুহেলিকা' উপন্যাসের রচিয়তা কে?
উঃ- কাজী নজরুল ইসলাম।
৯)কাজী নজরুলের প্রথম প্রকাশিত কবিতার নাম কি?
উঃ- মুক্তি।
১০) বাংলাদেশের রণসঙ্গীতের রচিয়তা কে?
উঃ-কাজী নজরুল ইসলাম।
১১)কাজী নজরুলের প্রথম প্রকাশিত নাটকের নাম কি?
উঃ-ঝিলিমিলি।
১২) "আলেয়া" নাটকের রচিয়তা কে?
উঃ- কাজী নজরুল ইসলাম।
১৩)'অগ্নিবীণা' কাব্যগ্রন্থের প্রথম কবিতা কোনটি?
উঃ- প্রলয়োল্লাস।
১৪)কোন কবিতাটি প্রকাশিত হলে কাজী নজরুল গ্রেফতার হন?
উঃ- আনন্দময়ীর আগমনে।
১৫)কাজী নজরুলের ' অগ্নিবীণা ' কাব্যগ্রন্থে কতটি কবিতা আছে?
উঃ- ১২ টি।
১৬) নজরুলের প্রথম নিষিদ্ধ গ্রন্থ কোনটি?
উঃ- বিষের বাঁশি।
১৭) কাজী নজরুল তাঁর কোন গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন?
উঃ-সঞ্চিতা কাব্যগ্রন্থটি।
১৮) কাজী নজরুল ইসলাম কোন চলচ্চিত্রে অভিনয় করেন?
উঃ- ধ্রুব।
১৯)কোন সালে নজরুল প্রথম ঢাকায় আসেন?
উঃ- ১৯২৬ সালে।
২০) নজরুল সর্বমোট কতবার ঢাকায় আসেন?
উঃ- ১৩ বার।
২১) কত সালে নজরুলকে স্থায়ীভাবে ঢাকায় আনা হয়?
উঃ- ১৯৭২ সালে।
২২) কত সালে কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের নাগরিকত্ব দেয়া হয়?
উঃ- ১৯৭৬ সালে।
২৩)কত সালে নজরুল বাকশক্তি হারান?
উঃ- ১৯৪২ সালে।
২৪) কাজী নজরুলকে কত সালে ' একুশে পদক' প্রদান করা হয়?
উঃ-১৯৭৬ সালে।
২৫) কাজী নজরুল ইসলামকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ' ডি লিট' উপাধি দেয়া হয় কবে?
উঃ- ১৯৭৪ সালে।
২৬)কাজী নজরুল ইসলাম কোন সালে মৃত্যুবরণ করেন?
উঃ- ১৯৭৬ সালের ২৯ আগস্ট।
২৭) নজরুলের বিখ্যাত কাব্যগ্রন্থগুলো হলো-
নতুন চাঁদ, সন্ধ্যা, প্রলয় শিখা, ছায়ানট, সাত ভাই চম্পা, অগ্নিবীণা, ফণি মনসা, সিন্দু-হিল্লোল, সর্বহারা,চক্রবাক,সাম্যবাদী, জিঞ্জির,দোলনচাঁপা, বিষের বাঁশি,মরুভাস্কর,ঝিঙেফুল।
২৮) কাজী নজরুল ইসলামের উপন্যাস-
বাঁধনহারা, মৃত্যুক্ষুধা, কুহেলিকা।
২৯)কাজী নজরুলের বিখ্যাত নাটক-
ঝিলিমিলি, আলেয়া,ঝড়, পুতুলের বিয়ে, মধুমালা।
৩০)নজরুলের গল্পগ্রন্থ -
শিউলিমালা,রিক্তের বেদন, ব্যথার দান।

Comments

Post a Comment