১/আধুনিক বাংলা সাহিত্যের প্রথম কাব্য কোনটি?
= পদ্মিনী উপাখ্যান।
২/পদ্মিনী উপাখ্যান এর লেখক কে?
=রঙ্গলাল মুখোপাধ্যায়
৩/ কার সম্পাদনায় ‘সংবাদ প্রভাকর’ প্রথম প্রকাশিত হয়?
= ঈশ্বরচন্দ্র গুপ্তের সম্পাদনায়।
৪/চৈতন্যদেবের জীবনীভিত্তিক প্রথম কাহিনীকাব্য কে রচনা করেন?
=বৃন্দাবন দাস।
৫/পুঁথি সাহিত্যের প্রথম সার্থক ও জনপ্রিয় কবি কে ছিলেন?
= ফকির গরীবুল্লাহ।
৬/বাংলা ভাষায় রচিত প্রথম প্রনোয়পখ্যান এর নাম কি এবং লেখক কে?
=ইউসুফ জুলেখা, লেখক শাহ মুহাম্মদ সগীর।
৭/বাংলা সাহিত্যের প্রথম আদি কবি কে?
= লুইপা।
৮/বাংলা সাহিত্যের প্রথম মুসলিম মহিলা কবি কে ?
= মাহমুদা খাতুন।
৯/বাংলা সাহিত্যের প্রথম স্বার্থক নাট্যকার কে?
=মাইকেল মধুসূদন দত্ত।
১০/বাংলা সাহিত্যের প্রথম মুসলমান নাট্যকার কে?
= মীর মোশাররফ হোসেন।
১১/বাংলা ভাষায় সর্বপ্রথম কে সনেট রচনা করেন?
=মাইকেল মধুসূদন দত্ত।
১২/বাংলা সাহিত্যে প্রথম কে যতিচিহ্ন ব্যবহার করেন?
=ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
১৩/বাংলা সাহিত্যের প্রথম গীত কবি কে?
=বিহারীলাল চক্রবর্তী।
১৪/বাংলা সাহিত্যে প্রথম চলিত রীতি ব্যবহার করেন কে?
= প্রমথ চৌধুরী।
১৫/বাংলা ভাষায় রচিত প্রথম ব্যাকরনের রচিয়তা কে?
=ম্যানুয়েল দ্যা অ্যাসুম্পাসাও।
Comments
Post a Comment